Friday, June 12, 2015

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতকে বাধা দেয়ায় আ’লীগ নেতার সাজা

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ
আদালতকে বাধা দেয়ার অভিযোগে এক
আওয়ামী লীগ নেতাকে আটকের পর সাজা
দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আটককৃত মিন্টু সেখ (৩৮) শহরের মাহমুদপুর
মহল্লার সাহাই সেখের ছেলে ও পৌর এলাকার
১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (১১ জুন‘২০১৫) সন্ধ্যায় শহরের
মাদকপল্লী খ্যাত মাহমুদপুর মহল্লায় ভ্রাম্যমাণ
আদালতের অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
এ সময় জাহাঙ্গীর আলম (২৯) নামের এক মাদক
ব্যবসায়ীকেও আটক করা হয়। সে একই
মহল্লার হাতেম আলী সেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী
উপ-পরিদর্শক সুনীল কুমার বাংলানিউজকে জানান,
নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ চন্দ্র
দেবনাথের নেতৃত্বে পুলিশ ও সিরাজগঞ্জ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায়
সন্ধ্যার আগে মাহমুদপুর মহল্লায় অভিযান
চালানো হয়।
অভিযান ব্যর্থ করার জন্য শুরু থেকেই মিন্টু
অপচেষ্টা চালাতে থাকে। এ অবস্থায়
জাহাঙ্গীর আলমকে দেড় লিটার তরল ও ৪
বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এতে
ক্ষিপ্ত হয়ে মিন্টু কর্তব্যরতদের সাথে
অশোভন আচরণ করে।
এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে
মিন্টুকে ৭ দিনের সাজা দেয়া হয় এবং
জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক আইনে মামলা
হয়েছে।

0 comments:

Post a Comment