সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ
আদালতকে বাধা দেয়ার অভিযোগে এক
আওয়ামী লীগ নেতাকে আটকের পর সাজা
দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আটককৃত মিন্টু সেখ (৩৮) শহরের মাহমুদপুর
মহল্লার সাহাই সেখের ছেলে ও পৌর এলাকার
১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (১১ জুন‘২০১৫) সন্ধ্যায় শহরের
মাদকপল্লী খ্যাত মাহমুদপুর মহল্লায় ভ্রাম্যমাণ
আদালতের অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
এ সময় জাহাঙ্গীর আলম (২৯) নামের এক মাদক
ব্যবসায়ীকেও আটক করা হয়। সে একই
মহল্লার হাতেম আলী সেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী
উপ-পরিদর্শক সুনীল কুমার বাংলানিউজকে জানান,
নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ চন্দ্র
দেবনাথের নেতৃত্বে পুলিশ ও সিরাজগঞ্জ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায়
সন্ধ্যার আগে মাহমুদপুর মহল্লায় অভিযান
চালানো হয়।
অভিযান ব্যর্থ করার জন্য শুরু থেকেই মিন্টু
অপচেষ্টা চালাতে থাকে। এ অবস্থায়
জাহাঙ্গীর আলমকে দেড় লিটার তরল ও ৪
বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এতে
ক্ষিপ্ত হয়ে মিন্টু কর্তব্যরতদের সাথে
অশোভন আচরণ করে।
এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে
মিন্টুকে ৭ দিনের সাজা দেয়া হয় এবং
জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক আইনে মামলা
হয়েছে।
0 comments:
Post a Comment