বুধবার ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর
এক্সপ্রেস নীলসাগরের যাত্রী ওয়াহিদুল ইসলাম
(৪০) ট্রেনে অসুস্থ হয়ে উল্লাপাড়ায় মারা গেছেন।
তিনি দিনাজপুর জেলার পার্বতীপুরের সাইফুল
ইসলামের ছেলে। ওয়াহিদুল পেশায় একজন রিক্সা চালক। তিনি ঢাকা থেকে পার্বতীপুর ফিরছিলেন।
উল্লাপাড়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল হামিদ জানান, বেলা ১২টার দিকে নীলসাগর ট্রেনের গার্ড উল্লাপাড়া স্টেশনে ট্রেন থামিয়ে অসুস্থ ওয়াহিদুলকে নামিয়ে দেন এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তির জন্য আব্দুল হামিদকে অনুরোধ জানান।
উল্লাপাড়া স্টেশনে নীলসাগরের কোন যাত্রাবিরতি
নেই। আব্দুল হামিদ অসুস্থ ওয়াহিদুলকে উল্লাপাড়া ২০শয্যা হাসপাতালে নেবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহত ওয়াহিদুলের বোন নাফিজা খাতুনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে
তিনি জানান, ওয়াহিদুল ঢাকায় রিক্সা চালাত। দু’দিন আগে কয়েক জন দুর্বৃত্ত রাতে তাকে মারধর করে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তার কাছে থাকা টাকা-পয়সা কেড়ে নেই। এরপরই অসুস্থ হয়ে পড়ে ভাই। মঙ্গলবার তারা ওয়াহিদুলকে বাড়ি ফিরে আসার জন্য বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠান। এই টাকা নিয়ে অসুস্থ
ওয়াহিদুল নীলসাগর ট্রেনে বাড়ি আসছিল।
উল্লাপাড়া ২০শয্যা হাসপাতালের চিকিৎসক সাথিঁয়া মোল্লা এ্যানি জানান, ওয়াহিদুলকে বিষাক্ত কোন দ্রব্য খাওয়ানো হয়েছিল বলে তাদের ধারণা। বিষয়টি উল্লাপাড়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে উক্ত চিকিৎসক উল্লেখ করেন।
0 comments:
Post a Comment