Thursday, June 25, 2015

কামারখন্দ উপজেলা থেকে ১৩ হাজার জাল টাকার নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে ১৩ হাজার জাল টাকার নোটসহ রফিকুল ইসলাম আকন্দ(২৮)নামের এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার(২৫ জুন’২০১৫)সন্ধ্যার আগে
উপজেলার চৌবাড়ি উত্তরপাড়া এলাকা থেকে
তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত
আব্দুল আজিজ আকন্দের ছেলে।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন
আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের
ভিত্তিতে জাল টাকা লেনদেনের সময় ওই
বাড়িতে অভিযান চালানো হয়।টের পেয়ে বাড়ির
পিছনের দরজা ভেঙ্গে অন্যরা পালিয়ে
গেলেও রফিকুলকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকার ৭টি ও
৫’শ টাকার ১২টি নোট মোট ১৩ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
অভিযানের সময় পালিয়ে যাওয়া রফিকুলের
ভগ্নিপতি কামরুল হাসানের নামে বিভিন্ন থানায়
একাধিক মামলা রয়েছে। তাকে আটকের
চেষ্টা চলছে।

0 comments:

Post a Comment