Thursday, June 25, 2015

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় মা- মেয়ের মৃত্য

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় মা
ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা
হলেন, শহরের কোল গয়লা মহল্লার
সাব্বির সেখের মেয়ে মুক্তি
খাতুন (২৭) ও তার শিশু কন্যা
সাদিয়া (২ মাস)। আজ বুধবার বেলা
সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর
পশ্চিমপাড় সদর উপজেলার মূলিবাড়ি
রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা
ঘটে।
নিহতের দাদা গাজী কামাল সেখ
জানান, সয়দাবাদ মোড়ে ডাক্তার
দেখানোর জন্য শিশু কন্যাকে নিয়ে
মুক্তি বাড়ি থেকে বের হয়েছিল।
ঘটনাস্থলে অটোরিক্সা থেকে
নেমে দ্রুত বেগে রেলক্রসিং পার
হতে গেলে ঢাকা থেকে রংপুরগামী
রংপুর এক্সপ্রেসের ট্রেনের সাথে
ধাক্কা লেগে মা ও মেয়ে গুরুতর
আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার
করে হাসপাতলে নেয়ার পথে দু’জনই
মারা যায়। পড়ে নিহতদের মৃতদেহ
বাড়িতে আনা হয়।
সিরাজগঞ্জ জিআরপি পুলিশের উপ-
পরিদর্শক হায়দার আলী জানান,
ঘটনাস্থলে পুলিশ পৌছার আগেই
স্বজনরা লাশ নিয়ে গেছে।

0 comments:

Post a Comment