Thursday, June 25, 2015

যুবদল নেতা হত্যা মামলার মূল পরিকল্পনাকারীকে বাদ দিয়ে চার্জশিট

সিরাজগঞ্জ শহর যুবদলের সাংগঠনিক
সম্পাদক সেলিম রেজা সুজন
হত্যাকান্ডের ঘটনায় আদালতে পুলিশের
দাখিলকৃত চার্জশিটে বাদী ও স্বজনরা
আপত্তি জানিয়েছেন।
তাদের অভিযোগ, মামলার তদন্ত
কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা
তড়িঘড়ি করে ঘটনার মাত্র ১৬ দিনের
ব্যবধানে মূল পরিকল্পনাকারীদের বাদ
দিয়ে আদালতে চার্জশিট দাখিল
করেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত
থাকলেও সুজনের স্ত্রী তিথির ছোট ভাই
পিয়াস, মামাতো ভাই পাভেল ও পরকীয়া
প্রেমিক শাহজাদপুর পৌর মেয়র নজরুল
ইসলামের ছেলে রাসেদকে চার্জশিটে
অর্šÍভূক্ত করা হয়নি।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ পাবলিক
লাইব্রেরীর হল রুমে আয়োজিত সংবাদ
সন্মেলন তারা আরও বলেন, মামলাটির
অধিকতর তদন্তের স্বার্থে পুলিশের
দাখিল করা চার্জশিটের বিরুদ্ধে না
রাজী দেয়া হয়েছে। যা ২৮ জুন আদালতে
শুনানী হবে। সংবাদ সন্মেলনে নিহত
সুজনের বাবা আব্দুস সামাদ, মা মাজেদা
খাতুন, ৩ ভাই আরিফ, হিমেল রোকনসহ
অন্ততঃ ৩০জন আত্বীয়-স্বজন উপস্থিত
ছিলেন।
এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক ও
মামলার তদন্ত কর্মকর্তা গোলাম
মোস্তফা জানান, আদালতে নিহত সুজনের
স্ত্রী উম্মে সালমা তিথি ও পরকীয়া
প্রেমিক মনিরুল ইসলাম স্বীকারোক্তি
মূলক জবাববন্দি দেয়ায় তাদের অভিযুক্ত
করে ১৮জুন আদালতে চার্জশিট দাখিল
করেছি। মনিরুল ও রাশেদ আটকের পর
তাদের জবাববন্দি নেয়ার জন্য একসাথে
আদালতে হাজির করা হয়েছিল। কিন্তু
মনিরুল তার দেয়া জবাববন্দিতে
এককভাবে হত্যাকাণ্ডের দায় স্বীকার
করায় বিচারক রাশেদের জবানবন্দি
নেয়নি।
প্রসঙ্গত, ১ জুন সন্ধ্যায় নিজ ঘরে ঘুমন্ত
অবস্থায় সুজনকে জবাই করে হত্যা করা
হয়। এ ঘটনায় নিহতের মা মাজেদা খাতুন
বাদী হয়ে সুজনের স্ত্রী তিথি ও শ্যালক
পিয়াসের নাম উল্লেখ এবং
অজ্ঞাতনামা কয়েকজনের নামে মামলা
দায়ের করেন।

0 comments:

Post a Comment