সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা যুবলীগের
প্রচার সম্পাদক রাজীব শেখকে (৩৩) আটক
করেছে সিরাজগঞ্জের ডিবি পুলিশ ।
শনিবার (৬ জুন) বিকেলে শাহজাদপুরের দ্বারিয়াপুরস্থ নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যায় পুলিশ ।
প্রাথমিকভাবে জানা গেছে গত সোমবার (১ জুন)
রাত ৮টার দিকে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া মহল্লার শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সুজন শেখকে (৩৫) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা এবং এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে ঐ দিনই আটক করে পুলিশ । জানা যায় স্ত্রীর স্বীকারোক্তিতে তার আত্মীয় শাহজাদপুর পৌর মেয়র ও বিএনপি নেতা নজরুল ইসলামের পুত্র রাশেদকে (৩২) গ্রেফতার করে পুলিশ । রাশেদের স্বীকারোক্তিতে পৌর মেয়র ও বিএনপি নেতা নজরুল ইসলাম ও তার
ছেলেদের পারিবারিক ও রাজনীতির আজীবন
প্রতিদ্বন্দ্বী উপজেলা শহরের প্রভাবশালী
আওয়ামীলীগ পরিবারের সন্তান ও শাহজাদপুর
উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও সামনের
কাউন্সিলে সাধারন সম্পাদক প্রার্থী রাজীব
শেখকে আটক করে সিরাজগঞ্জে নিয়ে যায়
পুলিশ । এ ব্যাপারে আটক রাজীব শেখের এক আত্মীয় বলেননি স্থানীয় এম পি হাসিবুর
রহমান স্বপনের ঘনিস্ট শাহজাদপুর পৌর মেয়র ও বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের সাথে রাজীবদের রাজনৈতিক ও পারিবারিক দ্বন্দ্ব
দীর্ঘদিনের । সেই শত্রুতার জের ধরে নিজের
খুনি ছেলের সাথে একই মামলায় মিথ্যা
স্বীকারোক্তি দিয়ে প্রভাবশালীদের দ্বারা ও
অঢেল অর্থ খরচ করে বঙ্গবন্ধুর আদর্শের
সৈনিক রাজীব শেখকে পুলিশ দিয়ে আটক
করিয়েছে । প্রকৃত ঘটনা আড়াল করতে ও খুন হওয়া যুবদল নেতা সুজন শেখের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ককে আড়াল করতে সিরাজগঞ্জের
ট্রেনে আগুন দিয়ে মানুষ মারা মামলার মোস্ট
ওয়ান্টেড আসামি ও স্থানীয় বিএনপি রাজনীতির
সন্ত্রাসের গড ফাদার শাহজাদপুর পৌর মেয়র ও বিএনপি নেতা নজরুল ইসলাম ও তার পরিবারের ষড়যন্ত্রের কারনে উদীয়মান যুবলীগ নেতাকে আটক করিয়েছে ।
উল্লেখ্য,শাহজাদপুর পৌর মেয়র ও বিএনপি নেতা নজরুল ইসলামের অপর ছেলে বর্তমানে
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী
পরিষদের কয়েকজন সদস্যকে নিয়ে ব্যাঙ্গ বিদ্রুপ
করে অশ্লীল পোস্ট দেয়ার দায়ে পুলিশ মাস
খানেক আগে গ্রেফতার করেছে ।
0 comments:
Post a Comment