Sunday, June 7, 2015

সিরাজগঞ্জে যুবদল নেতা সেলিম রেজা সুজন হত্যা মামলায় আরো দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজগঞ্জে যুবদল নেতা সেলিম রেজা
সুজন হত্যা মামলায় আরো দুই জনকে
গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার এদের গ্রেপ্তার করা হয় বলে
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই
গোলাম মোস্তফা জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- শাহজাদপুর উপজেলা
সদরের দরগাপাড়ার মনিরুল ইসলাম (৩০) ও
তার সহযোগী একই এলাকার রাশেদ (৩২)।
এ নিয়ে সুজনের স্ত্রী তিথিসহ মোট
চারজনকে গ্রেপ্তার করা হল।
তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
শনিবার বিকালে মনিরুল ও রাশেদ
সিরাজগঞ্জ জেল গেইটে তিথির সঙ্গে
দেখা করতে যান। পুলিশ গোপন সূত্রে তা
জানতে পেরে জেলখানা এলাকা থেকেই
মনিরুলকে গ্রেপ্তার করে। তবে রাশেদ
পালিয়ে যায়। পরে মনিরুলের তথ্য অনুযায়ী
রাতে উল্লাপাড়ার শ্যামলীপাড়া থেকে
রাশেদকে গ্রেপ্তার করা হয়।
গত ১ জুন নিজবাড়িতে গলা কেটে হত্যা
করা হয় যুবদল নেতা সুজনকে। এ ঘটনায়
সুজনের মা মাজেদা বেগম বাদী হয়ে তিথি
ও তার ভাই পিয়াসের নাম উল্লেখসহ
অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে
মামলা করেন।

0 comments:

Post a Comment