লুৎফুল কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিএনপি-জামাত জোটের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন
এবং সিটি নির্বাচনে অংশ নিয়ে সরে দাঁড়ানোর
কঠোর সমালোচনা করে আওয়ামীলীগের
প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ
নাসিম এমপি আন্দোলন ও নির্বাচন থেকে
পালানোর অভ্যাস ত্যাগ করে ২০১৯ সালের
নির্বাচনে অংশ নেবার জন্য বেগম খালেদা জিয়ার
প্রতি আহবান জানিয়েছেন। শুক্রবার দুপুরে
কাজীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা
আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান
অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি
উপজেলা পরিষদ চত্বরে কমিউনিটি ক্লিনিকে এসে
স্বাস্থ্যসেবা গ্রহনে জনগণকে উদ্ধুদ্ধ করার
লক্ষে জনসচেতনতা মূলক প্রচারের রাজশাহী
বিভাগের কার্যক্রমের উদ্বোধন করেন। পরে
উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আইন
শৃংখলা ও উন্নয়ন কর্মকান্ডের পর্যালোচনা সভায় অংশ
নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। সন্ধ্যায়
চালিতাডাঙ্গা ইউনিয়নের রশীদপুরে পল্লী বিদ্যুত
সমিতির আওতায় ২২৫ পরিবারের মধ্যে বিদ্যুত
সংযোগের উদ্বোধন করেন।
কাজীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দলের
বিশেষ বর্ধিত সভার উদ্বোধনী বক্তব্যে ১৪
দলের মুখপাত্র ও দলের সিনিয়র নেতা মোহাম্মদ
নাসিম- বর্তমান সরকার বিনা যুদ্ধে সমুদ্র বিজয ও স্থল
সীমান্ত বিজয় করেছেন উল্লেখ করে
বলেছেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য
নেতৃত্বে কয়েক হাজার একর ভুমি বাংলাদেশের
মানচিত্রের সাথে যুক্ত হযেছে। এতে
ছিটমহলবাসী দীর্ঘ ৪৩ বছর পর তাদের অধিকার
ফিরে পেয়েছে। এজন্য ঢাকায় শেখ হাসিনাকে
নাগরিক সংবর্ধণা দিয়ে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেছেন। তিনি বলেন, স্বাধীনতার পর
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ইন্দিরা-মুজিব চুক্তির
মাধ্যমে ভারত ও বাংলাদেশের সীমানা নির্ধারন
করে। সেটি বাংলাদেশের সংসদে পাশ হলেও
ভারতের সংসদে পাশ না হওয়ায় ঝুলে ছিল। শেখ
হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে তা অর্জন সম্ভব
হয়েছে। অখচ বেগম জিয়া এই বিশাল অর্জনের
জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ না দিয়ে ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ
দিয়েছেন। অথচ এরা দীঘ ৩৪ বছর ইন্দিরা-মুজিব
চুক্তিকে গোলামী চুক্তি হিসেবে প্রচারনা
চালিয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ
এগিয়ে যাচ্ছে। আরো এগিয়ে যাবে। গ্রাম
গঞ্জের মানুষ এখন আর না খেয়ে থাকে না,
শিশুমৃত্যু, মাতৃমৃত্যুর হার কমেছে। বিশ্ববাসীর কাছে
শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসিত হয়েছে। ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের পর
বিভিন্ন উন্নয়ন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ
আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত
করেন।
কাজীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি
শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত
সভায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু
মোহাম্মদ গোলাম কিবরিয়া, কাজীপুর উপজেলা
পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল,
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খলিলুর
রহমান, জিএম তালুকদার মধু, রেফাজ উদ্দিন মাস্টার,
অধ্যক্ষ আব্দুল মান্নান তালুকদার, সাইফুল ইসলাম
বেলাল, সিরাজগহ্জ সদর উপজেলা
আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান দুদু,
জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম,
উপজেরা যুবলীগের সভাপতি লুৎফর রহমান মুকুল,
সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ ইউনিয়নের সভাপতি
সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কমিউনিটি ক্লিনিকে
এসে স্বাস্থ্যসেবা গ্রহণে জনগনকে উদ্ধুদ্ধ
করার লক্ষে জনসচেতনতা মূলক প্রচারের
রাজশাহী বিভাগের কার্যক্রমের উদ্বোধন করে
বলেছেন, দেশের প্রায় ১৪ হাজার কমিউনিটি
ক্লিনিকের মাধ্যমে তৃণমূলের মানুষের
দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেয়া
হয়েছে। অতীতের যে কোন বাজেটের
চেয়ে এবারের বাজেটে স্বাস্থ্যখাতে বেশি
বরাদ্ধ দেয়া হয়েছে। এসময় সিরাজগঞ্জ সিভিল
সার্জন ডাঃ শামসুদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন
স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় রশীদপুরে ২২৫ পরিবারের মধ্যে বিদ্যুত
সংযোগের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী
বলেছেন- গ্রামে গঞ্জে শেখ হাসিনার যোগ্য
নেতৃত্বে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেয়া
হচ্ছে। কোথাও আর অন্ধকার থাকবে না। তবে
সবাইকে বিদ্যুতের বিল যথাসময়ে পরিশোধেরও
আহবান জানান সরকারের এই সিনিযর মন্ত্রী। এ সময়
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল
ম্যানেজার প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ এবং
ডিজিএম সুলতান নাসিমুল হক সহ পল্লী বিদ্যুতের
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
0 comments:
Post a Comment