সিরাজগঞ্জে এক ব্যাংক
কর্মকর্তার গৃহপরিচারিকার
রহস্যজনক মৃত্যু হয়েছে। জেলা
শহরের গোশালা মহল্লার
হাজী ব্যারাকে বৃহস্পতিবার
সকালে এ ঘটনা ঘটে।
কামারখন্দ উপজেলার
নান্দিনামধু এলাকার দরিদ্র
আব্দুস সাত্তারের মেয়ে নিহত
সনি খাতুন (১৫) সোনালী
ব্যাংক জামতৈল শাখার
জুনিয়র অফিসার জসিম উদ্দিন
ও তার স্ত্রী ঝাঐল উপ-স্বাস্থ্য
কেন্দ্রের মাঠকর্মী হুসনে
আরার বাড়িতে ছোটবেলা
থেকেই গৃহপরিচারিকার কাজ
করতো। ব্যাংক কর্মকর্তা
ছেলে আরিফুর রহমানের রুমের
ভেতর আলনার সাথে গলায়
ওড়নায় প্যাচাঁনো ও হাটু
মোড়ানো অবস্থায় ছিল।
পুলিশ সুরতহাল শেষে
বৃহস্পতিবার বিকেলে লাশ উদ্ধার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল
ইসলাম জানান, স্থানীয় লোকজনের
মাধ্যমে সংবাদ পেয়ে বিকেলে সুরুতহাল
তৈরী শেষে লাশ উদ্ধার করা হয়। এটি
হত্যা, নাকি আত্বহত্যা, তা এখনও
নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। মৃত্যুর বিষয়টি
নিয়ে নানা গুঞ্জন থাকায় লাশ উদ্ধারের
পর থানা হেফাজতে রাখা হয়েছে।
শুক্রবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো
হবে।
ঘটনাস্থল থেকে সদর সার্কেল এএসপি
ফারুক আহম্মেদ জানান, গৃহপরিচালিকার
ময়নাতদন্ত ও মেডিক্যাল পরীক্ষার উপর
ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন
করা হবে। ঘটনার সময় ব্যাংক কর্মকর্তা ও
তার স্ত্রী কর্মস্থলে থাকলেও ব্যাংক
কর্মকর্তার শাশুড়ি বাড়িতে ছিলেন।
তাদেরকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ
করা হচ্ছে।
সোনালী ব্যাংক জামতৈল শাখা
কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনার বিষয়ে
বিস্ময় প্রকাশ করে বলেন, সনি খুব ভালো
মেয়ে ছিল। কেন এমন ঘটনা ঘটলো আমি
কোন হিসাব মেলাতে পারছি না।
লাশ পোষ্টমর্টেমের সময় দায়িত্ব পালনকারী
ডোম রানা ও সালাম জানান, লাশের দেহ
থেকে গন্ধ ছড়াচ্ছে। ধারনা হচ্ছে অনেক
0 comments:
Post a Comment