Friday, June 19, 2015

উল্লাপাড়ায় ৮ জুয়াড়ির কারাদণ্ড

সিরাজগঞ্জের
উল্লাপাড়ায় ৮ জুয়াড়িকে ৩ মাস করে
বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ
আদালত।
শুক্রবার (১৯ জুন) দুপুর ২টার দিকে
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও
উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) আকরাম হোসেন এ সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- কয়ড়া বাঘলপুর
গ্রামের আব্দুল মজিদ, আলম হোসেন,
ফরহাদ রেজা, মনছুর আলী, মেহেদী হাসান,
কয়ড়া চরপাড়া গ্রামের কোরবান আলী
সাজেদুল ইসলাম ও ব্রক্ষকপারিয়া
গ্রামের শহিদুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) রাত থেকে
শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন
এলাকায় অভিযান চালিয়ে এদের আটক
করা হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) তাজুল হুদা বাংলানিউজকে এসব
তথ্য নিশ্চিত করেছেন।

0 comments:

Post a Comment