সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় হাটিকুমরুল-বনপাড়া সড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খালকুলা এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে তাড়াশ থানার ওসি আমিনুল ইসলাম জানান।
পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে আরও একজনের মৃত্যু হয় বলে হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদুল ইসলাম জানিয়েছেন।
নিহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি। হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর বলে চিকিৎসক ফরিদুল জানান।
হাটিকুমরুল হাইওয়ে থানা ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা থেকে রাজশাহীগামী দেশবন্ধু ট্রাভেলসের একটি বাসের সঙ্গে রাজশাহী থেকে ঢাকাগামী ভাই বন্ধু এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপর একটি ট্রাক এসে দুর্ঘটনা কবলিত একটি বাসকে ধাক্কা দেয়।”
ফায়ার সার্ভিসের পরিদর্শক শফিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় আহত ১৬ জন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এসে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ হাজার এবং আহতদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন তিনি।
0 comments:
Post a Comment