সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরের পানিতে ডুবে তানিয়া খাতুন (৩) ও আনিছা খাতুন (আড়াই বছর) দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার তামাই পশ্চিমপাড়া গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
শিশু তানিয়া খাতুন উপজেলার ওই গ্রামের আবু তালেব মন্ডলের ও আনিছা খাতুন আলমগীর মন্ডলের মেয়ে। তারা সর্ম্পকে চাচাতো বোন।
নিহতদের চাচা ইউপি সদস্য শাহআলম মন্ডল জানান, সকালে তানিয়া ও আনিছা খেলা করতে করতে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এরপর তাদের কোনো সন্ধান না পেয়ে স্বজনরা খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে দু’জনের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা।
এ সময় স্থানীয়রা মৃতদেহ দুটি উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
0 comments:
Post a Comment