Monday, September 7, 2015

সিরাজগঞ্জে হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হত্যা মামলায় একই পরিবারের তিন জনসহ ১৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. ইমান আলী সেখ এ রায় ঘোষণা করেন।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে বেকসুর খালাস দেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উল্লাপাড়া উপজেলার পুঠিয়া গ্রামের ফজলুল হক (৪৮), তার স্ত্রী মর্জিনা বেগম (৪৩) ও ছেলে আব্দুল মোমিন (২১), আব্দুল কুদ্দুস (৫৩), আবু সিদ্দিক (২৮), আমিনুর রহমান (৩৩), আশরাফুল ইসলাম (৩০), বিষা মন্ডল (৩৩), বাবর আলী (৫০), আয়নাল হোসেন (২৮), বাবলু (৪৮), হায়দার আলী (৪৩), রেজাউল (২২) ও মো. শামছুল (৪৩)।
জেলা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. সিরাজুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, পুঠিয়া গ্রামের ফজলুল হকের সঙ্গে একই গ্রামের নুরুল ইসলামের জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধের একপর্যায়ে ২০১২ সালের ২৭ জুন সকালে ফজলুল হকের নেতৃত্বে উল্লেখিত আসামিরা নুরুল ইসলামের ওপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে ৫ জনকে আহত করে।
গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
পরদিন ২৮ জুন মৃতের ছেলে তোফায়েল আহম্মেদ বাদী হয়ে ৩১ জনকে আসামি করে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে ২৭ জনের নামে আদালতে চার্জসিট দাখিল করে। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে বিচারক আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

0 comments:

Post a Comment