Thursday, September 10, 2015

গরুর ট্রাকে চাঁদাবাজি করলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

কোরবানির ঈদের আগে গরুর ট্রাকে ও মহাসড়কে চাঁদাবাজি করলে পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন হাইওয়ে রেঞ্জের ডিআইজি মল্লিক ফকরুল ইসলাম।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা চত্বরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এক সচেতনতামূলক সমাবেশে তিনি এ কথা জানান। ডিআইজি বলেন, চালকদের একটু অসাবধানতাই অনেক মানুষের জীবন কেড়ে নিতে পারে। অসংখ্য মানুষকে পঙ্গু করতে পারে। আমরা সবাই যদি নিয়মের মধ্যে চলতে পারি তাহলে দুর্ঘটনা রোধ করা সম্ভব। 
হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের উদ্যোগে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বগুড়া হাইওয়ে পুলিশ সুপার ইসরাইল হাওলাদার, সওজের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জের অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হাসান তালুকদার, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম, জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম মুন্সী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান তালুকদার প্রমুখ।
সমাবেশে বাস ও মিনিবাস, ট্রাক এবং সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

0 comments:

Post a Comment