Wednesday, September 30, 2015

আজ জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে ভাষণ দেবেন। অন্যান্য বছরের এবারও তিনি বাংলা ভাষাতেই ভাষণ দেবেন। ১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় ভাষণ দেন। সেই দৃষ্টান্ত অনুসরণ করে প্রধানমন্ত্রীও বাংলায় ভাষণ দেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিউ ইয়র্ক সময় দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। ভাষণে বৈশ্বিক নিরাপত্তা, শাসন ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য, অভিবাসী শ্রমিক, জলবায়ু পরিবর্তন, সজশ্রাব্দের উন্নয়ন লক্ষ্যসমূহ (এমডিজি) এবং নতুন গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। খবর বাসস।

0 comments:

Post a Comment