সিরাজগঞ্জের ভাষা সৈনিক ডা. এম মহিউদ্দিন খান আর নেই।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শহরের জুবলী বাগান সড়কের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার জুমার নামাজ শেষে পৌর এলাকার খান সাহেবের ঈদগাহে জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হবে।
ভাষা সৈনিক এম মহিউদ্দিন খান ১৯৩০ সালের ৭ মার্চ তৎকালিন সিরাজগঞ্জ মহুকুমার জুবিলী বাগান লেনের পৈত্রিক বাড়িতে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজে অধ্যায়নরত অবস্থায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন। সে বছর ২৩ ফেব্রুয়ারি শহীদ মিনার নিমার্ণেও তিনি অংশগ্রহণ করেন।
১৯৫৫ সালে এম মহিউদ্দিন খান এমবিবিএস পাস করে ১৯৫৬ সালে সিরাজগঞ্জ শহরে প্রাইভেট প্র্যাকটিসের মাধ্যমে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন।
0 comments:
Post a Comment