Tuesday, September 8, 2015

সিরাজগঞ্জে প্রতিপক্ষের ট্রাকচাপায় আ.লীগ নেতা নিহত

সিরাজগঞ্জ পৌর শহরে প্রতিপক্ষের ট্রাকচাপায় আমজাদ হোসেন (৫০) নামে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।
ট্রাকে বালি পরিবহনে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ট্রাকচাপা দিলে আমজাদ হোসেন গুরুতর আহত হন।
দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোমবার (০৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কোবদাসপাড়া মহল্লায় এ ট্রাকচাপা দেওয়ার ঘটনাটি ঘটেছে।
নিহত আমজাদ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার মৃত মকবুল হোসেনের ছেলে ও  ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে পৌর এলাকার বালু ব্যবসায়ী ও বিএনপি কর্মী বকুল ট্রাকে করে বালি নিয়ে যাচ্ছিলেন। এতে স্থানীয়দের চলাচলে বিঘ্ন ঘটছে এ অভিযোগ এনে একই মহল্লার আওয়ামী লীগ নেতা আমজাদ বাধা দেন। এ নিয়ে বকুলের সঙ্গে আমজাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়।
এর এক পর্যায়ে ট্রাকটি সরিয়ে নিতে বলা হয়। চালক রাজি না হলে বকুল তাকে ধাক্কা দিয়ে নামিয়ে নিজেই ট্রাকটি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ওই ট্রাকের ধাক্কায় আমজাদ হোসেন গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

0 comments:

Post a Comment