সিরাজগঞ্জ শহরের এস এস রোডে বাসায় ঢুকে মুছা সেখ (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু (৪০) ও পৌর কাউন্সিলরসহ তিনজনকে আটক করেছে পুলিশ।শনিবার রাতে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী মুছা শেখ শহরের এসএস রোড এলাকার মৃত ওমর আলীর ছেলে।
আটককৃতরা হলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও শহরের হোসেনপুর মহল্লার মৃত আমজাদ হোসেনের ছেলে মির্জা আব্দুল জব্বার বাবু, একই মহল্লার ইয়াকুব আলীর ছেলে ও জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মেনহাজ উদ্দিন ওরফে মেন্না (৩৮) ও মৃত এনায়েত আলীর ছেলে ও পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন তারা (৫৫)।
আহত মুছা শেখের ছোট ভাই আকবর শেখ জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মুখে কালো কাপড় বাঁধা ৭/৮ জন সন্ত্রাসী তাদের বাসায় ঢুকে মুছা শেখকে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় পাঠানো হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ঢাকাটাইমসকে এসব তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় আকবর শেখ বাদী হয়ে বিএনপি নেতাসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।
0 comments:
Post a Comment