এলিস বচ্চন :
জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ‘জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৮ বৎসর অনাবাসিক দাবা প্রশিক্ষণ কর্মসূচি ২০১৩-২০১৪’ দাবা প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে দাবা ক্যাম্পিং শুরু হয়েছে। গতকাল শনিবার ৫ই সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় ১৫দিন ব্যাপী দাবা স্থানীয় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামের দোতলায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ শামীম আলম দাবা প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। তিনি তার বক্তব্যে বলেন, দাবা এদেশে খুবই জনপ্রিয় খেলা। বুদ্ধির খেলা দাবা নিয়ে সবাইকে নিয়মিত চর্চা করতে হবে। উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের কোষাধ্যক্ষ মীর আহমেদ বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী সফিকুল ইসলাম সফি, সংস্থার সহসাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, দাবা উপকমিটির সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন, সদস্য কবির, ২৬ ক্ষুদে প্রশিক্ষণার্থী দাবাড়–সহ অন্যান্য কর্মকর্তাগণ। অনুষ্ঠানের এক পর্যায়ে ঐ ২৬ ক্ষুদে প্রশিক্ষণার্থীকে রজনীগন্ধার স্টিকার দিয়ে শুভেচ্ছা জানান সহসভাপতি ও এডিসি (সার্বিক) মোঃ শামীম আলম। বক্তব্য দেন দাবা ফেডারেশনের মীর আহমেদ বাবু, জাতীয় ক্রীড়া পরিষদের দাবা প্রধান প্রশিক্ষক মোঃ আবু সুফিয়ান শাকিল, ডিএসএ’র সহসাধারণ আব্দুল ওয়াহাব প্রমুখ। দাবা ফেডারেশনের মীর আহমেদ বাবু বলেন, বাংলাদেশ দাবা ফেডারেশনের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে সম্ভাব্য সব ধরনের প্রয়োজনীয় সাজসরঞ্জাম ও ইলেকট্রোনিক্স ঘড়ি দেয়া হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাবা উপকমিটির সভাপতি গাজী আলতাফ হোসেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসলাম হোসেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এডিসি (সার্বিক) দাবা ফেডারেশনের কোষাধ্যক্ষকে দাবা প্রশিক্ষণ ও সহযোগিতার ব্যাপারে আন্তরিক ধন্যবাদ জানান।
0 comments:
Post a Comment