সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনের ছাদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের কামারখন্দ স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক হায়দার আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে ঈশ্বরদী থেকে ট্রেনটি সিরাজগঞ্জ জেলা শহরের বাজার স্টেশনে আসার পথে জামতৈল স্টেশনে পৌছুলে ট্রেনের ছাদের উপর এক যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখে স্টেশন মাস্টার মাযহারুল ইসলাম তালুকদার পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ঈশ্বরদী থেকে আসার পথে অজ্ঞাত পরিচয়ের যুবকটি কোনো ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ হারিয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
0 comments:
Post a Comment