সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় দু’টি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৪জন মারা যায়। সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই একজন মারা যায়। এ ঘটনায় আহত হয় অন্তত ৩০ বাস যাত্রী।
নিহতরা হলো, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ফরিদ পাঙ্গাসী গ্রামের বাদশা (৩৮) ও উল্লাপাড়া উপজেলার ভদ্রকোল গ্রামের আব্দুর রশিদের ছেলে আতাব আলীর (৩৫), নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সাহপুর গ্রামের মোজাহার আলী (৬২), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বাসুদেবপুর গ্রামের আবু তাহেরের ছেলে রনি (২৮) ও ভাই ভাই পরিবহনের চালক রাজশাহী জেলার লক্ষীপুর নওদাপাড়ার মামুন ড্রাইভারের ছেলে আরিফ আলী। বাকী এক যুবকের (২৮) নামপরিচয় এখনও পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভাই-বন্ধু পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দেশ ট্রাভেলসের পেছন থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪জন মারা যায়।
গুরুতর আহতাবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাতনামা (২৮) যুবকের মৃত্যু হয়। বুধবার দুপুরের দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ভাই ভাই বাসটির চালক আরিফ আলীর মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতদের মধ্যে ৫ জনের মরহেদ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে। বাকী একজন এখনও অজ্ঞাত রয়েছে। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
0 comments:
Post a Comment