Saturday, September 5, 2015

ধর্ম যার যার রাষ্ট্র সবার: নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষই এখানে স্বাধীনভাবে মিলেমিলে বসবাস করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধ পরিকর। একমাত্র আওয়ামী লীগ সরকারের আমলেই মুসলমানদের পাশাপাশি এ দেশের হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ধর্মের লোকজন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে উদযাপন করতে পারে।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শহরের মুজিব সড়কের মওলানা ভাসানী ডিগ্রী কলেজ মোড়ে শনিবার সকালে জেলা পূজা উদযাপন কমিটি আয়োজিত মঙ্গল শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
কেন্দ্রীয় পূজা উদযান কমিটির সভাপতি অঙ্কুরজিৎ সাহা নবর সভাপত্বিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদ, ভারপ্রাপ্ত পৌর মেয়র সেলিম আহম্মেদ, প্রবীন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান শেষে মওলানা ভাসানী কলেজ মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়। মোহাম্মদ নাসিম মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন।

0 comments:

Post a Comment