সিরাজগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম শিল্টু (৩৫) নামে যুবলীগের এক নেতা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। শিল্টু পৌর এলাকার হোসেনপুর মহল্লার সোবহান আলীর ছেলে ১১ ওয়ার্ড যুবলীগ নেতা।
আহত শিল্টুর স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার পরিষদ কার্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় শিল্টুর ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় তারা শিল্টুর তলপেটে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। তবে, এ বিষয়ে এখনও থানায় কেউ অভিযোগ করেনি।
0 comments:
Post a Comment