যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে আলাস্কায় সফরে গিয়ে 'অন্য রকম ভালো লাগার' সময় কাটিয়েছেন ব্রিটিশ অভিযাত্রী বেয়ার গ্রিলসের সঙ্গে। দুঃসাহসী এই অভিযাত্রীর সঙ্গে তাল মেলাতে ভালুকের উচ্ছিষ্ট স্যামন মাছ ঝলসে খেয়ে বলেছেন, 'বাহ! স্বাদ তো চমৎকার।' গ্রিলসের সঙ্গে তোলা সেলফি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে ওবামা লিখেছেন, 'প্রেসিডেন্ট হিসেবে এটা আমার অন্যতম সেরা দিন।' ছবি টুডে নিউজের সৌজন্যে।
0 comments:
Post a Comment