Tuesday, November 29, 2016

সিরাজগঞ্জ টাইগার্স ৮ উইকেটে জয়ী

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত এসপিএল টি-২০’র আসরের ৬ষ্ট ম্যাচে সিরাজগঞ্জ গ্লাডিয়েটর্স কে ৮ উইকেটে  হারিয়েছে সিরাজগঞ্জ টাইগার্স। টসে জিতে ফিল্ডিং  করার সিদ্ধান্ত নেয় সিরাজগঞ্জ টাইগার্স এর অধিনায়ক মিলন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করে ১০৬ রান করে সিরাজগঞ্জ গ্লাডিয়েটর্স জবাবে নির্ধারিত ২০ ওভার শেষ হবার আগেই ২ উইকেটে ১০৮ রান করে সিরাজগঞ্জ টাইগার্র্স। খেলায় ম্যান অব দা ম্যাচ হয় টাইগার্স এর খেলোয়ার মিলন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল করে ১২ রান। আশরাফুলের খেলা দেখার জন্য মাঠ ছিলো দর্শকে ভরপুর । পুরুষ দর্শকের পাশাপাশি নারি দর্শক ছিলো নজরে পরার মত। দলের ফ্রাঞ্চাইজ জিহাদ আল ইসলাম এবং রাশেদ ইউসুফ জুয়েল জয়ের ধারাবাহিকতা বজায় রাখার জন্য খেলোয়ার কোচ এবং দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন।
টুর্নামেন্টের আজকে রয়েছে একটি ম্যাচ । খেলা শুরু হবে দুপুর ১ টায় । আজকের খেলায় অংশ গ্রহন করবে সিরাজগঞ্জ নাইট রাইডার্স বনাম সিরাজগঞ্জ স্টারর্স । মাঠে প্রতিদিনই জাতীয় পর্যয়ে বিভিন্ন খেলোয়ার অংশ গ্রহন করছে। তবে ৬টি ম্যাচের মধ্যে স্থানীয় খেলোয়ার মিলনই হলো প্রথম ম্যাচ সেরা খেলোয়ার। বাকী ৫ টি ম্যাচে ম্যাচ সেরা হয়েছে বিদেশী কোঠায় খেলা খেলোয়াররা। মাঠে দর্শক বিনোদনের জন্য রয়েছে ডিজে।

0 comments:

Post a Comment