সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Sunday, May 31, 2015

ঠিকাদারের গাফিলতিই সিরাজগঞ্জে সেতু ধসের কারণ

সিরাজগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায়
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২৮ লাখ টাকার
নির্মাণাধীন সেতুধসের তদন্ত প্রতিবেদনে
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মুসা কনস্ট্রাকশনের
বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও গাফিলতি প্রমাণিত
হয়েছে। উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও
ইউএনও ব্রেনজন চাম্বুগংয়ের নির্দেশে গঠিত
প্রকৌশলী মো. বদরুদ্দোজার নেতৃত্বে
৩ সদস্যের তদন্ত কমিটি ওই প্রতিবেদন দাখিল
করে।
তদন্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআই)
শাহজাহান আলীর দায়িত্বে অবহেলা এবং গাফলাতির
বিষয়টিও উঠে আসে। তদন্ত প্রতিবেদনে
আরও বলা হয়, ঢালাইয়ের সময় সেতুর সেন্টারিং বা
স্যাটারিং ভেঙে পড়ার মূল কারণ ব্যবহৃত বাঁশগুলো
পুরনো ও দুর্বল ছিল। এদিকে, তদন্ত
প্রতিবেদন পেয়ে দুর্যোগ অধিদপ্তরের
সেতু প্রকৌশল দপ্তর থেকে পিআইওকে
শোকজ করা হয়েছে। পিআইও শাহজাহান আলী
বলেন, খুব শিগগিরই শোকজের জবাব দেওয়া
হবে। মলি্লকা সানাউল্লাহ আনসারী উচ্চ
বিদ্যালয়ের পাশে ঘোনাপাড়ায় খালের ওপর গত
২৭ এপ্রিল নির্মাণাধীন ৪০ ফুট দীর্ঘ আরসিসি
সেতুটির ছাদ ঢালাইয়ের সময় সেন্টারিং ভেঙে
খালের ভেতর ধসে পড়ে।

Saturday, May 30, 2015

বঙ্গবন্ধু শেখ মুজিবের পর শেখ হাসিনাই একমাত্র সরকার প্রধান যিনি বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে বিশ্বে পরিচিত করে তুলেছেনঃ স্বাস্থ্যমন্ত্রী

আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে
হত্যাকারীদের শকুন উল্লেখ করে
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
বলেছেন বাংলার মানুষ শকুনের দলকে
কোনদিনও মতায় দেখতে চায়না।
এদেশের জনগণ উন্নয়নের সঙ্গে আছে
তার প্রমাণ শুক্রবার সোহরাওয়ার্দী
উদ্যানে হয়েছে, এমন মন্তব্য করে
তিনি বলেন উন্নয়ন এবং ভালোবাসা
দিয়ে মানুষের মন জয় করে বঙ্গবন্ধু
কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯
সালে নির্বাচনে আবারো আওয়ামীলীগ
মতায় আসবে। শনিবার বিকেলে শহীদ এম
মনসুর আলী অডিটোরিয়ামে
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ কমিউনিটি
কিনিকের পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
মন্ত্রী বক্তব্য দেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার
নেতৃত্বে রক্তপাতহীন যুদ্ধে
মিয়ানমার ও ভারত থেকে সমুদ্র
সীমানা উদ্ধার এবং ১৯৭৪ সালের
মুজিব ইন্দিরা চুক্তির স্থল
সীমান্ত চুক্তি বাস্তবায়নে
কার্যকর ভূমিকার ভূয়সি প্রশংসা
করে বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবের পর
শেখ হাসিনাই একমাত্র সরকার প্রধান
যিনি বাংলাদেশকে উন্নয়নের মডেল
হিসেবে বিশ্বে পরিচিত করে
তুলেছেন।
শেখ হাসিনার সরকার ১৯৯৮ সালে
ইউনিয়ন পর্যায়ের মানুষকে স্বাস্থ্য
সেবা দিতে কসিমউনিটি কিনিক
স্থাপন করেছিলেন। পরবর্তীতে
খালেদা জিয়ার দল মতায় এসে তা বন্ধ
করে দেয়। আবরো শেখ হাসিনা মতায়
এসে এই কিনিক চালু করে দেশের
স্বাস্থ্য সেবা ব্যবস্থা জনগণের
দোড়গোড়ায পৌছে দিয়েছেন।
স্বাস্থ্য সেবা কার্যক্রমে শেখ
হাসিনা নিজে পুরস্কৃত হয়েছেন এবং
কমিইনিটি কিনিক সমূহকে পুরস্কৃত
করেছেন। তিনি কমিউনিটি কিনিকের
সেবার মান বৃদ্ধি করারও আহবান
জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলার
সিভিল সার্জন ডাঃ মোঃ
শামসুদ্দীনের সভাপতিত্বে বিশেষ
অতিথি হিসেবে অধ্যাপক ডাঃ
হাবিবে মিল্লাত মুন্না এমপি,
আব্দুল মজিদ মন্ডল এমপি জেলা
পরিষদের প্রশাসক ও সাবেক মন্ত্রী
আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ
সম্পাদক গোলাম কিবরিয়া, স্বাস্থ্য
বিভাগের পরিচালক অধ্যাপক ডাঃ
সামিউল ইসলাম সাদী, রাজশাহী
বিভাগীয় পরিচালক ডাঃ হেদায়েতুল
ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক
তন্ময় দাস বক্তব্য দেন।
এর আগে দুপুরে তিনি সিরাজগঞ্জ
কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন
সম্মেলন কে জেলা আইন শৃংখলা
কমিটির সভায় জেলার সার্বিক উন্নয়ন
ও আইন শৃংখরা বিষয়ে আলোচনা করেন
এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য
দেন। সন্ধ্যায় তিনি তার নির্বাচনী
এলাকায় চালিতাডাঙ্গা ইউনিয়নের
কুনকুনিয়া এবং চড়পাড়া গ্রামের
বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

সিরাজগঞ্জের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি

সিরাজগঞ্জ শহর থেকে বগুড়া পর্যন্ত নতুন
রেললাইন স্থাপন, বাজার স্টেশন থেকে কড্ডা
পর্যন্ত বাইপাস রেললাইন নির্মাণসহ সিরাজগঞ্জের
উন্নয়নে প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন
প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের দাবিতে গতকাল
বৃহস্পতিবার সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি
সমাবেশ ও গণমিছিল করেছে।
সকালে শহরের স্বাধীনতা স্কয়ারে আয়োজিত
সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি গণমিছিল বের
হয়। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, ১২ বছর ধরে
আন্দোলনের মুখে ২০১২ সালে ঈশ্বরদী
থেকে সিরাজগঞ্জ হয়ে ঢাকা পর্যন্ত সিরাজগঞ্জ
এক্সপ্রেস নামে একটি আন্তনগর ট্রেন চালু
করে সরকার। বর্তমানে উত্তরবঙ্গের অন্যান্য
জেলা থেকে রেলপথে ঢাকা যেতে অন্তত
২০০ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। কিন্তু
সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ চালু হলে এই রাস্তা
কমে আসবে। ফলে যাত্রীদের সময় ও অর্থ
দুই সাশ্রয় হবে।
বক্তারা আরও বলেন, এ ছাড়া শহরেই রয়েছে
রেলওয়ের ৮০০ একর জমি, যা অব্যবহৃত অবস্থায়
পড়ে রয়েছে। এই সম্পত্তি ব্যবহার করেই
সিরাজগঞ্জের উন্নয়ন অনেক গুণ বৃদ্ধি করা
সম্ভব। এই জমি ব্যবহার করে রেলওয়ের
উন্নয়ন ঘটানো হলে সরকারও বিপুল পরিমাণ
অর্থের জোগান পাবে।
সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক
জহুরুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য
দেন সাংসদ হাবিবে মিল্লাত, সদর উপজেলা
চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা
ইসাহাক আলী, প্রেসক্লাবের সভাপতি হেলাল
উদ্দীন প্রমুখ।

Friday, May 29, 2015

Father of the nation bangabandhu sheikh mujibur rahman

https://youtu.be/BgYqfJhuLM0

সিরাজগঞ্জে সলঙ্গা ও এনায়েতপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জে সলঙ্গা ও
এনায়েতপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই
জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেলে বঙ্গবন্ধু সেতু
সংযোগ মহাসড়কের গোলচত্বর এলাকায় এবং
দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর
আঞ্চলিক সড়কে এ দু'টি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের
মৃত জালাল উদ্দিনের ছেলে শান্তাহার আলী
(৪৫) ও এনায়েতপুর থানার গোপীনাথপুর
গ্রামের বাসিন্দা ছোরমান আলী (৬৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই)
আশরাফুজ্জামান বাংলানিউজকে জানান, বিকেলে
বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কের হাটিকুমরুল
গোলচত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি
ট্রাক শান্তাহার আলীকে চাপা দেয়। এতে
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ
উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে
হস্তান্তর করেছে। ঘাতক ট্রাকটিকে থানা
হেফাজতে রাখা হয়েছে বলে জানান ওসি।
এদিকে, এনায়েতপুর থানার ওসি মনিরুল ইসলাম
বাংলানিউজকে জানান, দুপুরে সিরাজগঞ্জ-
এনায়েতপুর আঞ্চলিক সড়কের আজুগড়ায়
বাসের ধাক্কায় ভ্যানযাত্রী বাক প্রতিবন্ধী
বৃদ্ধ ছোরমান আলীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর
ঘাতক বাসটি পালিয়ে যায় বলে জানান ওসি।

সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় এক বাক প্রতিবন্ধি নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ-এনায়তপুর আঞ্চলিক সড়ক বাস চাপায় এক বাক প্রতিবন্ধি নিহত হয়ছ। নিহত ছারমান আলীর (৬৫) বাড়ি এনায়তপুর খানার গাপিনাথপুর গ্রাম। ঘটনার পর এলাকাবাসী আধা ঘটা সড়ক অবরাধ কর রাখ। ঘটনার পর থক  এনায়তপুর-সিরাজগঞ্জ সড়ক বাস চলাচল বন্ধ রয়ছ। এদিক পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয় ঘাতক ইসলাম পরিবহনর বাসটি জব্দ করছ।
এনায়তপুর থানার ওসি মনিরল ইসলাম জানায়, শুক্রবার বলা সাড় ১২টার দিক একটি ব্যাটারী চালিত ভ্যান বদ্ধ ছারমান তার স্ত্রীক সাথ নিয় নিকট আত্বীয় বাড়ি যাছিলন। পথ এনায়তপুর-সিরাজগঞ্জ সড়কর আজুগড়া এলাকায় পছল সিরাজগঞ্জ থক আসা ইসলাম পরিবহনর একটি যাত্রীবাহী বাস তাদর চাপা দিয় পালিয় যায়। এত ঘটনা¯লই স মারা যায়। পর পুলিশ ঘাতক বাসটি এনায়তপুর হাট এলাকা থক আটক। পুলিশ লাশটি উদ্ধার কর ময়না তদর জন্য সিরাজগঞ্জ জনারল হাসপাতাল মর্গ পাঠায়। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সড়কটি অবরাধ কর। আধাঘটা পর পুলিশ বিচারর আশ্বাস দিল তারা অবরাধ তুল নিলও এ সড়ক দিয় যানবাহন চলাচল বন্ধ হয় যায়। এ ব্যাপার থানায় একটি মামলা হয়ছ।

Thursday, May 28, 2015

সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণের দাবিতে গণমিছিল

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণের দাবিতে গণমিছিল
কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জবাসী। একউ
সঙ্গে রায়পুরে রেল জংশন স্থাপন ও সিরাজগঞ্জ
বাজার স্টেশন থেকে শহীদ এম মনসুর আলী
স্টেশন পর্যন্ত বাইপাস রেলপথ নির্মাণের দাবিও
জানানো হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বাজার স্টেশন
স্বাধীনতা স্কয়ার চত্বরে গণমিছিলপূর্বক সমাবেশে
বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য
অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সদর উপজেলা
চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী
লীগ নেতা অ্যাডভোকেট কে এম হোসেন
আলী হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সিরাজগঞ্জ এক সময়ে
রেল শহর হিসেবে পরিচিত ছিল। পৌর এলাকার
মধ্যেই ছিল চারটি রেলওয়ে স্টেশন। বর্তমানে
একটি মাত্র রেলপথে দুটি ট্রেন যাতায়াত করছে।
সিরাজগঞ্জবাসীর দীর্ঘ আন্দোলনের
প্রেক্ষিতে ২০১৩ সালের জুন মাস থেকে
শহরের বাজার স্টেশন থেকে ‘সিরাজগঞ্জ
এক্সপ্রেস’ নামে একটি ট্রেন রাজশাহী-সিরাজগঞ
্জ-ঢাকা রুটে চলাচল করছে। কিন্তু বাজার স্টেশন
থেকে শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত
বাইপাস রেলপথ না থাকায় ঘুরপথে ট্রেনটি চলাচল
করছে। এ কারনে অতিরিক্ত সময় ব্যয়ের পাশাপাশি
জেলা সদরের যাত্রীদের চরম ভোগান্তি
পোহাতে হচ্ছে।
সমাবেশের পর গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সিরাজগঞ্জ
সরকারি কলেজ বটতলায় গিয়ে শেষ হয়।
সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে
আয়োজিত গণমিছিলে সম্মিলিত সাংস্কৃতিক জোট,
নর্থবেঙ্গল মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ
সরকারি কলেজ, মওলানা ভাসানী কলেজ, যমুনা
সায়েন্স ক্লাব, জাহান আরা উচ্চ বিদ্যালয়, এস.বি
রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ, রিক্সা
ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প
সমিতি, টুইস্টিং মিল মালিক সমিতি, সিরাজগঞ্জ ইঞ্জিনিয়ারিং
মালিক সমিতি, মেডিকেল ট্রেনিং ইন্সটিটিউট ম্যাটসসহ
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী
সংগঠন ও সর্বস্তরের মানুষ অংশ নেয়।

ওবামার মেয়েকে বিয়ের অদ্ভুত প্রস্তাব

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার
মেয়েকে বিয়ের এক অদ্ভুত প্রস্তাব
দিয়েছেন কেনিয়ার এক আইনজীবী। তিনি
জানিয়েছেন, ওবামা তাঁর মেয়েকে তাঁর
সঙ্গে বিয়ে দিলে শ্বশুরকে ৫০টি গরু, ৭০টি
ভেড়া এবং ৩০টি ছাগল উপহার দেবেন
তিনি।
বারাক ওবামার মেয়ে মালিয়াকে বিয়ে
করতে চান ফেলিক্স কিপ্রোনো নামে ওই
আইনজীবী। আগামী জুলাই মাসে ওবামার
কেনিয়া সফরকালে তাঁর সঙ্গে এ বিষয়ে
আলোচনা করতেও প্রস্তুত বলে জানিয়েছেন
ফেলিক্স। ফেলিক্স বলেন, "২০০৮ সাল
থেকেই মালিয়ার বিষয়ে আগ্রহী আমি।
এরপর থেকে এখন পর্যন্ত কারও সঙ্গে
ডেটিংয়েও যাইনি আমি। সিদ্ধান্ত
নিয়েছি ওর প্রতি বিশ্বস্ত থাকবো। এ
ব্যাপারে ইতিমধ্যে পরিবারের সঙ্গেও
কথা বলেছি আমি।"
ওবামাকে নাকি চিঠিও লিখছেন ফেলিক্স।
ওই চিঠিতে তিনি ওবামার কাছে আবেদন
জানাবেন যাতে কেনিয়া সফরে নিজের
মেয়ে মালিয়াকেও নিয়ে আসেন তিনি।
ফেলিক্সের আশা ওবামা তাঁকে নিরাশ
করবেন না। তাঁর স্বপ্ন বিয়ের পর তিনি ও
মালিয়া খুব সাধারণ জীবনযাপন করবেন।
ফেলিক্স বলেন, "মালিয়াকে আমি শেখাব
কীভাবে গরুর দুধ দোয়াতে হয়, খাবার
বানাতে হয়।"

Wednesday, May 27, 2015

সিরাজগঞ্জে বাগবাটি গণহত্যা দিবস আজ

আজ ২৭ মে বাগবাটি গণহত্যা
দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি
সেনাবাহিনী ও তাদের দোসররা
সিরাজগঞ্জের বাগবাটি গ্রাম অবরোধ করে
নির্মমভাবে দুই শতাধিক মানুষ হত্যা করে।
অথচ স্বাধীনতার ৪৪ বছরের মধ্যে ছোট্ট
একটি নামফলক স্থাপন ছাড়া গণকবর ও
বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়নি।
স্থানীয়রা গণকবর সংরক্ষণের দাবি
জানিয়েছেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতেই পাকিস্তান
সেনাবাহিনী সিরাজগঞ্জ শহর দখলে নেয়।
তাদের নিপীড়ন থেকে আত্মরক্ষায় শত শত
হিন্দু নারী-পুরুষ ও শিশু শহর ছেড়ে জেলার
বাগবাটি, হরিণাগোপাল, পিপুলবাড়িয়া ও
ধলডোব গ্রামে আশ্রয় নেন। পাকিস্তান
সেনাবাহিনী এ তথ্য জানার পর ২৭ মে ভোর
রাতে এসব গ্রাম ঘেরাও করে। নির্বিচারে
গুলি চালিয়ে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের
নারী-পুরুষ ও শিশুকে হত্যা করে। পরে
বাগবাটি গ্রামেই গর্ত করে মাটি চাপা
দেয়া হয় তাদের। এ গণহত্যার স্মৃতি
সংরক্ষণে মাত্র দুই বছর আগে একটি ছোট্ট
নামফলক স্থাপন করা হয়েছে। আর কোনো
উদ্যোগ নেয়া হয়নি। ফলে নিশ্চিহ্ন হতে
বসেছে হাজারো মানুষের স্মৃতিবিজড়ির
স্থান। তাছাড়া ক্ষতিগ্রস্তদেরও পুনর্বাসন
করা হয়নি।
প্রত্যক্ষদর্শী যমুনা রানী দত্ত (৮০) বলেন,
সেদিন কিছু বুঝে ওঠার আগেই ভোরে
পাকিস্তানি সেনাবাহিনী আমাদের গ্রাম
ঘিরে ফেলে। চারদিক থেকে গুলি চালিয়ে
গণহত্যা করে। আমার স্বামী হরিপদ দত্ত,
শ্বশুর কালীপদ দত্ত, দেবর শ্যামাপদ দত্ত
গুলিবিদ্ধ হয়ে মারা যান। অথচ সরকারিভাবে
তাদের জন্য কিছুই করা হয়নি। গণহত্যার
শিকার স্বজনদের পুনর্বাসনের দাবি জানান
তিনি।
মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সোহরাব আলী
বলেন, সেদিনের ভয়াবহ ঘটনার কথা মনে
পড়লে আজো গা শিউরে ওঠে। ভোরে গ্রাম
ঘিরে পাকিস্তানের সেনাবাহিনী ২০০
মানুষকে হত্যা করে। তাদের মাটি চাপা
দেয়া হয়। আমরা এসব গণকবর ও বধ্যভূমি
সংরক্ষণের দাবি জানাচ্ছি। শহীদ
মুক্তিযোদ্ধা হিসেবে নিহতদের শহীদ
স্বীকৃতিসহ তাদের অসচ্ছল পরিবারকে
পুনর্বাসনের দাবি জানাচ্ছি।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল
হোসেন জানান, বাগবাটিসহ জেলার
গণকবরগুলো সংরক্ষণসহ তার ইতিহাস নতুন
প্রজন্মের সামনে তুলে ধরার জন্য পদক্ষেপ
নেয়া হয়েছে। এদিকে বাগবাটি গণহত্যা
দিবস উপলক্ষে আজ স্থানীয় প্রশাসন ও
মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে
বাগবাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়
প্রাঙ্গণে স্মরণ সভার আয়োজন করা হয়েছেl

রেভিসিন ভ্যাকসিন দেওয়া কর্মসূচির সফলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে

সিরাজগঞ্জের তাড়াশে পাগলা
কুকুরের কামড়ে শিশু সহ কমপক্ষে ২০
জন আহত হয়েছেন। এদিকে বিপুল
পরিমাণ বেওয়ারিশ কুকুর রেখে
জলাতংক রোগ প্রতিরোধে
বেওয়ারিশ কুকুরকে সামগ্রিক ভাবে
রেভিসিন ভ্যাকসিন দেওয়া
কর্মসুিচর সফলতা নিয়ে প্রশ্ন দেখা
দিয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার ও বুধবার
উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের
দোবিলা ও দেবীপুর গ্রামে
কয়েকটি বেওয়ারিশ পাগলা কুকুর
গণহারে লোকজন কে কামড়াতে
থাকে । এতে কমপক্ষে ২০ জন আহত
হন।
আহতারা হচ্ছেন, দোবিলা-দেবীপুর
গ্রামের রফিকুল ইসলাম ,সবুজ আলী,
আতিকুর , নয়ন, নাজিদা, তারেক ,
জমিলা, আনজিনা,আছিয়া, আছালত,
রহিম, আব্দুল , এনাম ও জাহানারা সহ
আরো ৬ জন। আহতরা স্থানীয়ভাবে
চিকিৎসা নিয়েছেন।
দোবিলা গ্রামের শিক্ষক নুুর
মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে
জানান,অনেকেই কুকুরের ভয়ে
বাচ্চাদের বাড়িতেই রাখছেন।
এদিকে গত সপ্তাহে হিউম্যান
হেলথের সহযোগিতায় তাড়াশ
উপজেলায় জলাতঙ্ক রোগ
প্রতিরোধে বেওয়ারিশ কুকুরকে
সামগ্রিক ভাবে ২০ ও ২১ মে
রেভিসিন ভ্যাকসিন দেওয়া হয়।
তারপরও বিপুল পরিমাণ বেওয়ারিশ
কুকুর থাকায় ওই কার্যক্রমের সফলতা
নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

আবারও ডাব্লিউএসআইএস পুরস্কার জিতল বাংলাদেশ

পর পর দুই বছর তথ্যপ্রযুক্তি শিল্পের সম্মানজনক
পুরস্কার 'ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন
সোসাইটি' (ডাব্লিউএসআইএস) পুরস্কার জিতল
বাংলাদেশ। 'অ্যাকসেস টু ইনফরমেশন অ্যান্ড
নলেজ' বিভাগে এ পুরস্কার পেয়েছে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজিটাল বাংলাদেশ
বাস্তবায়নকারী প্রকল্প অ্যাকসেস টু ইনফরমেশন
(এটুআই) প্রোগ্রামের 'জাতীয় তথ্য বাতায়ন'
প্রকল্প। গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর
কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল
সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল
টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) সদর
দপ্তরে বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ
করেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ও
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন)
কবির বিন আনোয়ার। উপস্থিত ছিলেন এটুআই
প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনীর
চৌধুরী এবং এটুআই প্রোগ্রামের পরিচালক (ই-
সার্ভিস) ড. আব্দুল মান্নান।
এ বছর ডাব্লিউএসআইএস পুরস্কারের প্রাথমিক
মনোনয়নের তালিকায় চারটি ক্যাটাগরিতে
বাংলাদেশের সাতটি প্রকল্প স্থান পেয়েছিল।
গত বছর এটুআইয়ের 'সার্ভিসেস অ্যাট সিটিজেন
ডোরস্টেপস' প্রকল্প এ পুরস্কার জিতেছিল।

Saturday, May 23, 2015

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় ট্রাকের সঙ্গে দুই বাসের সংঘর্ষে দশজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অর্ধশতাধিক।

সিরাজগঞ্জের কামারখন্দ
উপজেলার সীমান্তবাজার এলাকায় ট্রাকের
সঙ্গে দুই বাসের সংঘর্ষে দশজন নিহত
হয়েছেন। এসময় আহত হয়েছেন
অর্ধশতাধিক।
শনিবার (২৩ মে) বিকেল সোয়া ৩টার দিকে
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে এ দুর্ঘটনা
ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বিকেলে সীমান্তবাজার
এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি
ট্রাকের চাকা পাংচার হলে এর সঙ্গে বিপরীত
দিক থেকে আসা অন্তরা নামে যাত্রীবাহী
একটি বাসের সংঘর্ষ হয়। এসময় নাবিল নামে অপর একটি বাস পেছন দিক থেকে অন্তরা
পরিবহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে
দু’জন ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার
পথে আরও সাতজন মারা যান। এ দুর্ঘটনায় আহত হন অর্ধশতাধিক বাসযাত্রী।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে
বাংলানিউজকে জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Friday, May 22, 2015

সিরাজগঞ্জে হামলায় পিতা-পুত্র নিহত

সিরাজগঞ্জ সদরে জমি নিয়ে বিরোধের
জেরে প্রতিপক্ষের হামলায় ছেলেসহ এক
বৃদ্ধ নিহত হয়েছেন, আহত হন ওই ব্যক্তির
আরও দুই ছেলে।
শুক্রবার সকালে রতনকান্দি ইউনিয়নের বাহুকা
পূর্বপাড়ায় এ হামলায় নিহতরা হলেন স্থানীয় এজবাহার আলী সেখ (৬০) ও তার ছেলে রাশেদুল ইসলাম আশিক (২৭)।
আহতরা হলেন এজবাহারের দুই ছেলে রেজাউল
(৩২) ও মমিন (২৫)। গুরুতর অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, স্থানীয় ছাত্তার মেম্বারের সঙ্গে দীর্ঘদিন যাবত এজবাহার
শেখের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে
আসছিল। এ ঘটনায় একাধিক মামলাও রয়েছে।
সকালে এজবাহার আলী বাড়ির পাশের জমিতে ধান কাটতে গেলে ছাত্তার মেম্বার ও তার লোকজন দেশি অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।
এতে ধারালো অস্ত্রের আঘাতে ও মারপিটে
ঘটনাস্থলেই এজবাহার আলী মারা যায়।
গুরুতর আহত তার তিন ছেলেকে ঢাকা নেওয়ার
পথে বিকালে রাশেদুল ইসলাম আশিকের মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Tuesday, May 19, 2015

টুসি হত্যার বিচারের দাবিতে আবারো মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জবাসী।

আলোচিত টুসি হত্যার বিচারের দাবিতে আবারো
মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জবাসী।
সিরাজগঞ্জ সরকারী কলেজের ইংরেজি বিভাগের
মেধাবী ছাত্রী টুসির হত্যাকারীদের আইনের
আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে
সিরাজগঞ্জ ও নিউইয়র্কে মানববন্ধন, বিক্ষোভ
কর্মসূচি পালিত হয়েছে। এ সকল কর্মসূচিতে বিভিন্ন
রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন এবং
স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।
আজ মঙ্গলবার সকাল ১১টায় সিরাজগঞ্জ সরকারি
কলজের ইংরেজি বিভাগের উদ্যোগে কলেজ
চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন
কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম মনোয়ার
হোসেন, অধ্যাপক টি,এম সোহেল, গণিত
বিভাগের প্রধান অধ্যাপক জসিম উদ্দিন, প্রানিবিদ্যা
বিভাগের প্রধান অধ্যাপিকা ফাহিমা সুলতানা, ইংরেজি
বিভাগের প্রধান আবু বক্কার সাঈদ ও কলেজের
প্রাক্তন ছাত্রীরা।
এর আগে সকাল ১০টায় ইয়ং স্টার ক্লাবের সামনে
আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে
বক্তব্য রাখেন, প্রফেসর আকতার হোসেন,
মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার গাজী
শফিকুল ইসলাম, প্রভাষক করুনা রানী সাহা, সম্মিলিত
সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু,
এনজিও সমন্বয় পরিষদের সমন্বয়ক জাহাঙ্গীর
আলম রতন, জাসদ নেতা আবু বকর ভুইয়া, বাসদ নেতা
নব কুমার কর্মকার, সাবেক ছাত্রলীগ নেতা পিয়ার
চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা
মোস্তফা জামান, অ্যাডঃ শামীমা ইয়াসমিন রীমা ও টুসির
বাবা আশরাফুল বারী।
মানববন্ধন চলাকালে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, হত্যাকারীরা যত
প্রভাবশালীই হোক না কেন তাদের আইনের
আওতায় নিয়ে আসতে হবে। যাতে করে টুসির মত
আর কোন মেয়ের জীবন অকালে ঝরে না
যায়। এ সময় টুসির বাবা আশরাফুল বারী বলেন, আমার
মেয়ে টুসি একজন মেধাবী ছাত্রী ও সাংস্কৃতিক
কর্মী। সে সচেতন নারী হিসেবে কখোনই
আত্মহত্যা করতে পারে না। সিরাজগঞ্জ সরকারী
কলেজের সাবেক অধ্যক্ষ গাজীউর রহমানের
ছেলে শামস এলাহী উইলিয়ামের সাথে বিয়ের পর
থেকেই টুসিকে উইলিয়াম ও তার বোন কুইন রহমান
নির্যাতন করে আসছে। নির্যাতনের এক পর্যায়ে
তাকে নির্মমভাবে হত্যা করে সেটিকে আত্মহত্যা
বলে প্রচার করা হয়েছে। তিনি এ হত্যাকান্ডের
সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অপরদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ সিরাজগঞ্জ
সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা
হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ মে) রাত
৯টায় জ্যাকসন হাইটসের সামনে মাবনবন্ধন চলাকালে
বক্তারা টুসি হত্যাকারীদের অবিলম্বে
গ্রেফতারের জন্য বাংলাদেশে প্রশাসনের নিকট
দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন, নিউইয়র্কস্থ
সিরাজগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,
জহুরুল প্রমূখ।
উল্লেখ্য, গত ৫ই মে বিকালে ঢাকার পূর্ব তেজতুরি
বাজারস্থ ট্রপিক্যাল হোমসের ফ্ল্যাটে সোনিয়া
আশরাফ টুসির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। টুসির
পরিবারের অভিযোগ, তাকে শারিরীক ও মানসিক
নির্যাতন করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে
রেখে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেয়া
হয়েছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ সরকারী
কলেজের সাবেক অধ্যক্ষ গাজিউর রহমানের পূত্র
শামস এলাহি উইলিয়াম, তার বোন এটিএন বাংলার
প্রযোজক ও উপস্থাপক কুইন রহমান ও তার মা
লাইলী রহমানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের
করেছে টুসির পরিবার।