জুয়ার টাকা না পেয়ে সিরাজগঞ্জের কামারখন্দে
স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
বুধবার দুপুরে উপজেলা ভদ্রঘাট ইউনিয়নের
কাচারীপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কামারখন্দ থানার ওসি বাবুল সর্দার।
নিহত জেসমিন খাতুন (২২) একই ইউনিয়নের পশ্চিম কোনগাঁতী গ্রামের ইসমাইল হোসেনের
মেয়ে। ঘটনার পর থেকে স্বামী শাহিন হোসেন ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে বলে জানান তিনি।
নিহতের মা মূর্শীদা খাতুনের বরাত দিয়ে ওসি
বলেন, শাহিন জুয়া খেলতো। এ বিষয় নিয়ে
জেসমিনের সঙ্গে প্রায়ই তার ঝগড়া হত। দুপুরে
শাহিন জুয়া খেলার জন্য জেসমিনের কাছে টাকা চায়।
টাকা দিতে অস্বীকার করায় জেসমিনকে মারধর
করেন তিনি।
“এক পর্যায়ে জেসমিন মারা গেলে বিষয়টি
আত্মহত্যা হিসেবে চালানোর জন্য তার গলায় দড়ি বেঁধে ঘরে ঝুলিয়ে রাখে শাহিন।”
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন
রয়েছে বলেও ওসি জানান।
0 comments:
Post a Comment