সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৪৩ গ্রাম
হেরোইন, ১৪ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৩৫ হাজার টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৠাপিড
অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব) সদস্যরা।
শুক্রবার (৩১ জুলাই) রাতে সিরাজগঞ্জ
পৌর এলাকার মাদকপল্লী খ্যাত মাহমুদপুর
মহল্লায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন- মাহমুদপুর মহল্লার
মো. আব্দুল করিমের স্ত্রী রত্না খাতুন
(২৮), ধানবান্ধী ঢুলিপাড়া মহল্লার মৃত
আব্দুর রাজ্জাকের ছেলে মেহেদী হাসান
মুন্না (৩৬), ঢাকা জেলার বাড্ডা
বাটপাড়া এলাকার যুগের চন্দ্র
রাজবংশীর ছেলে কমলচন্দ রাজবংশী (৩৮)
ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানার
মোল্লাপাড়া পল্লী বিদ্যুৎ এলাকার মৃত
মোহাম্মদ আলীর ছেলে সেলিম হোসেন
(৩৬)।
র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প
কমন্ডার এএসপি মো. হাসিবুল আলম
বাংলানিউজকে জানান, গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান চালিয়ে অলোচিত
মাদক ব্যবসায়ী রত্না খাতুনসহ চারজনকে
আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে
৪৩ গ্রাম হেরোইন, ১৪ বোতল ফেনসিডিল ও
মাদক বিক্রির ৩৫ হাজার টাকা এবং দু’টি
মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায়
মামলার প্রস্তুতি চলছে।
0 comments:
Post a Comment