বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণ ও উন্নয়নের মডেল হিসেবে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। দেশ পর্যায়ক্রমে মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যার পরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর ভানুডাঙ্গা গ্রামে ৫৯৩টি পরিবারের মধ্যে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সরকার নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নির্বাচনী ওয়াদা পূরণে গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। নিজস্ব উৎপাদন ছাড়াও ভারত ও নেপাল থেকে বেশি দামে বিদ্যুৎ আমদানি করে গ্রামের পর গ্রাম বিদ্যুতায়িত করা হচ্ছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, পল্লী বিদ্যুৎ-২ এর জিএম আজাহার আলী, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ডিজিএম সুলতান নাসিমুল হক, উপজেলা যুবলীগের লুৎফর রহমান মুকুল, জিয়াউর রহমান স্বাধীন, আসলাম উদ্দিন প্রমুখ।
এরআগে মন্ত্রী সুইচ টিপে প্রায় সোয়া ২ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৯ কিলোমিটার দীর্ঘ এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
0 comments:
Post a Comment