Thursday, August 6, 2015

ইন্টারনেটের দাম কমাতে বললেন প্রধানমন্ত্রী

দেশের সাধারণ মানুষের জন্য কম দামে মানসম্মত ইন্টারনেটের ব্যবস্থা করতে নির্দেশ
নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের
দ্বিতীয় সভায় এ নির্দেশ দেন তিনি।
ইন্টারনেট সহজলভ্য করার পাশাপাশি গ্রামে তৃণমূল পর্যায়ে কানেক্টিভিটি নিশ্চিত করতে বলেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ
হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ের চামেলী
এই সভা অনুষ্ঠিত হয়।
এতে টাস্কফোর্সের সাথে যুক্ত সরকারের
মন্ত্রণালয়,দপ্তর ও সংস্থার পাশাপাশি এফবিসিসিআই,
বাংলাদেশ কম্পিউটার সমিতি(বিসিএস), বাংলাদেশ
অ্যাসোসিয়েশন ফর সফটওয়্যার অ্যান্ড
ইনফরমেশন সার্ভিসেসসহ (বেসিস) বিভিন্ন
বেসরকারি প্রতিনিধি ও বিশেষজ্ঞরা যোগ
দেন।
সভায় সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে
বিটিআরসি, বিটিসিল, ডোমেস্টিক নেটওয়ার্ক
কো-অর্ডিনেশন কমিটি, ডাক ও
টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে দ্রুত
প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বলা হয়।
টাস্কফোর্সের সদস্য তথ্যপ্রযুক্তিবিদ
মোস্তাফা জব্বার টেকশহরডটকমকে জানান,
গ্রামের মানুষের হাতে নাগালে কম দামে
মানসম্মত ইন্টারনেট পৌঁছে দিতে
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ
দিয়েছেন প্রধানমন্ত্রী।
দীর্ঘ ৫ বছর পর দ্বিতীয় এই সভা অনুষ্ঠিত
হয়। এতে ইন্টারনেট ছাড়াও শিক্ষায়
তথ্যপ্রযুক্তি, ডিজিটাল সরকার বাস্তবায়ন,
তথ্যপ্রযুক্তিতে মানব সম্পদ উন্নয়নের মতো
বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

0 comments:

Post a Comment