দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকবির
ভালবাসার শাহজাদপুরে ২০১৫-১৬
শিক্ষাবর্ষে যাত্রা শুরু করতে যাচ্ছে
দেশের ৩৫তম পাবলিক বিশ্ববিদ্যালয়
“রবীন্দ্র বিশ্ববিদ্যালয়”। ভারতের
শান্তিনিকেতন ও বিশ্বভারতীর আদলে
সিরাজগঞ্জের শাহজাদপুরে এটি
প্রতিষ্ঠিত হবে।
ইতিমধ্যে ২৫ বৈশাখ কবির ১৫৪তম
জন্মবার্ষিকীতে ২০১৫ সালের ৮ মে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
করেছেন।
চলুন জেনে নেওয়া যাক এই বিশ্ববিদ্যালয়
সম্পর্কে বিস্তারিত তথ্য।
নামকরণ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের
নামানুসারে বিশ্ববিদ্যালয়ের নামকরন
করা হয়েছে।
ইতিহাসঃ ২০১০ সালের ৮ মে ঢাকার
ওসমানী স্মৃতি মিলনায়তনে
রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্র
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যাগ গ্রহণ
করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কুষ্টিয়া অভিবাসী তাদের এলাকায়
বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার দাবি
জানালেও বর্তমানে সেখানে ইসলামী
বিশ্ববিদ্যালয় থাকায় পরবর্তী সময়ে
আঞ্চলিক বিবেচনায় সিরাজগঞ্জের
শাহজাদপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের
সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
0 comments:
Post a Comment