Tuesday, August 25, 2015

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের পাচলিয়া এবং সকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার চর কুমারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে শাহজাহান (২৮) ও সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল নবরতœপাড়ার আয়নাল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (২৬)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী রুপনগর পরিবহনের একটি বাস পাচলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহজাহান মারা যায়। এ ঘটনায় আরও অন্তত ১০ যাত্রী আহত হয়। আহতদের হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় অজ্ঞাত একটি যানবাহন একটি রিক্সাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক ইয়াছিন আলীর মৃত্যু হয়।

0 comments:

Post a Comment