Friday, August 7, 2015

চৌহালীর চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের
চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির
অভিযোগ করেছেন দুই ভাইস চেয়ারম্যানসহ
কয়েকজন ইউপি চেয়ারম্যান।
রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর কয়েকদিন আগে লিখিত এ অভিযোগ করেন বলে তারা সিরাজগঞ্জ প্রতিদিনকে জানান।
তবে, অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি
সমর্থিত চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান
আব্দুল্লাহ আল-মামুন। চৌহালী উপজেলার বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান
লিয়াকত আলী অভিযোগের বরাত দিয়ে জানান,
যমুনার ভাঙন কবলিত চৌহালীতে এডিপির (বিশেষ ও অতিরক্তি কিস্তি) কাজ না করেই প্রকল্পের টাকা উত্তোলন করেন আব্দুল্লাহ আল-মামুন।
“তিনি সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। এছাড়া ঢাকায় রেন্ট কারের ব্যবসাও করেন বলে এলাকায় ঠিকমতো কাজ করতে পারেন না।”
ঈদুল ফিতরের আগে গ্রাম পুলিশদের বেতন
বোনাসের চেকে স্বাক্ষর না করায় তারা ঈদের
সময় টাকা পাননি বলেও অভিযোগ আনা হয়।
উপজেলার খাসকাউলিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম গণি মোল্লা জানান, বেশিরভাগ সময় ঢাকায় থাকায় উপজেলার যে কোনো জরুরি কাজে তাকে পাওয়া যায় না।
অভিযোগ অস্বীকার করে আব্দুল্লাহ আল মামুন
বলেন, “চেয়ারম্যানরা এডিপিসহ বিভিন্ন প্রকল্পের
কাজ না করেই বিল উত্তোলনে আমাকে চাপ
দেন। কাজ দেখে বিলে সই করার কথা বলায় তারা জোট হয়ে আমার বিরুদ্ধে উদ্যেশ্য
প্রণোদিতভাবে এসব অভিযোগ এনেছেন।”
সুষ্ঠু তদন্ত হলে আসল রহস্য বেড়িয়ে আসবে
বলে জানান তিনি।
অভিযোগে মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা পারভীন জোসনা এবং উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যানও স্বাক্ষর করেছেন।
অভিযোগের বিষয়টি জানানোর জন্য স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে অভিযোগকারীরা জানান।

0 comments:

Post a Comment