সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তিনটি পেট্রোল বোমা, চার বোতল নাইট্রিক এসিড ও গান পাউডার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক জিয়াউর রহমানকে (৩২) আটক করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে এই দাহ্য পদার্থ ও গান পাউডার উদ্ধার করা হয়। আটক জিয়াউল ওই গ্রামের সবদের আলীর ছেলে।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) অনুজ কুমার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পুলিশের একটি দল মনোহরপুর গ্রামের বাসিন্দা জিয়াউল রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে তিনটি পেট্রোল বোমা, নাইট্রিক এসিড ভরা চারটি বোতল ও গান পাউডার উদ্ধার করা হয়। পরে জিয়াউলকে আটক করে পুলিশ।
0 comments:
Post a Comment