Tuesday, June 7, 2016

শাহজাদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জ্যোতি (৮) ও জুই (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে
রোববার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত জ্যোতি ও জুই উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গাতিরপাড়া গ্রামের মানিক সেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে মানিকের দুই শিশু সন্তান জ্যোতি ও জুই গাতিরপাড়া পুকুরের পাশে খেলা করছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে ওই দুই শিশু পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাবাসী তাদের মরদেহ দুটি পানিতে ভাসতে দেখে। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।
পোতাজিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী এ তথ্য নিশ্চিত করেছেন।

0 comments:

Post a Comment