সিরাজগঞ্জ প্রতিনিধি :
বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজার এলাকায় কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখী সংঘর্ষে ২ মাছ ব্যবসায়ী নিহত ও ৯ জন আহত হয়েছেন।
নিহত মুসা হালদার (২৫) কামারখন্দ উপজেলার চকশাহবাজপুর গ্রামের ভরসা হালদারের ছেলের পরিচয় পাওয়া গেলেও অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রবিবার সকাল ৬টায় একটি কাভার্ডভ্যানে ১০/১২ জন মাছ ব্যবসায়ী কড্ডা থেকে মহিষলুটি মাছের আড়তে যাচ্ছিলো।
কাভার্ডভ্যানটি সীমান্ত বাজার এলাকায় পৌছলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে মাছ ব্যবসায়ী মুসা হালদার (পা মুসা) নিহত ও ১০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত নামা আরো এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ সাইদুল ইসলাম ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
0 comments:
Post a Comment