সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সদ্য নির্মিত যমুনার ডান তীর সংরণ বাঁধের ৫০ মিটার এলাকায় ধস নেমেছে। এতে আশপাশের কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।
শনিবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বালিঘুগরী এলাকায় তীর সংরক্ষণ বাঁধে এ ধস নামে।
স্থানীয় বাসিন্দা ইমান আলী ও আব্দুস সাত্তার বাংলানিউজকে জানান, গত কয়েকদিন ধরে অব্যাহত পানি বৃদ্ধির কারণে বাঁধের নিম্নাংশে পানি ওঠে। শনিবার সকাল থেকেই পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাঁধের ব্লক ধসে যেতে থাকে। বিকেলে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের ১৫ ও ১৬নং প্যাকেজের তিনটি অংশে প্রায় ৫০ মিটার এলাকায় ধস নামে। এতে আশপাশের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়।
অপরদিকে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ঈমাম বাঁধ ধসের বিষয়টি অস্বীকার করে বাংলানিউজকে বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের ওয়াক ওয়েতে পানি উঠে সামান্য কিছু মাটি সরে গেছে। খবর পেয়ে সেখানে জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
0 comments:
Post a Comment