সিরাজগঞ্জ প্রতিনিধি : সাঁড়াশি অভিযানের ৫ম দিনে সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতকর্মী ও চার ডাকাতসহ বিভিন্ন মামলার ৬৬ আসামীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে সরকারী কাজে বাঁধাদান ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। এছাড়াও মাদক, নারী নির্যাতনসহ নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৩৪ জন আসামীকে আটক করা হয়েছে।
0 comments:
Post a Comment