Sunday, June 12, 2016

সিরাজগঞ্জে জেএমবি সদস্যের আত্মসমর্পণ

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃসিরাজগঞ্জ সদর উপজেলার মারুফ ফয়সাল (২২) ওরফে মারুফ আব্দুল্লাহ নামে এক জেএমবি সদস্য আদালতে আত্মসমর্পণ করেছে।
সে সিরাজগঞ্জ সদর উপজেলার চর শানগাছা উত্তরপাড়া গ্রামের মিজানুর রহমান (আনোয়ার হোসেন)’র ছেলে।
রবিবার বেলা পৌনে ১২টায় উল্লাপাড়া থানার (মামলা নং ১২/১৫) সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবির মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিনের শুনানী শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোহিনুর আরজুমান জামিনের আবেদন না মঞ্জুর করে আদালতে পাঠানোর আদেশ প্রদান করেন।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল্লাহ জেএমবি সদস্যের আত্মসমর্পনের বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের বিরাজমান পরিস্থিতি এবং অতি সম্প্রতি দেশে ঘটে যাওয়া কিছু ঘটনার প্রেক্ষিতে সিরাজগঞ্জ কোর্ট চত্বরে নিশ্চিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোর্ট পুলিশ ও থানা পুলিশের মাধ্যমে কোর্ট চত্বরে চলাচলকারী ব্যক্তি, মালামাল, রিক্সা ও মটর সাইকেলের তল্লাশী চালানো হচ্ছে।

0 comments:

Post a Comment