Saturday, June 25, 2016

মোটর সাইকেলের রেজিস্ট্রেশন : কত সিসিতে কত ফি

বিশেষ প্রতিবেদকঃ
কোনো ঝামেলা ছাড়া একদিনে মোটর সাইকেলের রেজিস্ট্রেশন সুবিধা দিচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ)।
আগামী বৃহস্পতিবার ‘আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস’ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে স্পট রেজিস্ট্রেশনের সুযোগ দেবে বিআরটিএ।
প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে গিয়ে নির্দিষ্ট ফি জমা দিলেই সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে।
১০০ সিসি বা এর কম এবং মোটর সাইকেলের ওজন ৯০ কেজির কম হলে মোট ৯ হাজার ৩১৩ টাকা ফি দিতে হবে। আর ১০০ সিসির উপরে মোটরসাইকেলের ফি ১০ হাজার ৯২৩ টাকা। বিআরটিএ’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

0 comments:

Post a Comment