Friday, May 27, 2016

সলঙ্গায় লিচু বোঝাই ট্রাক থেকে ১৭৬০ বোতল ফেনসিডিল উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চড়িয়া এলাকায় লিচুর ট্রাক তল্লাশি করে ১৭ শ’ ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুল চৌরাস্তা চড়িয়া এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় ট্রাক চালক ও মালিককে আটক এবং ট্রাক জব্দ করা হয়।
আটক ট্রাক মালিক দেলোয়ার হোসেন (২৬) বাড়ি যশোর জেলার শার্শা কন্যাদহ গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং ট্রাক চালক মীর মকলুকাত হোসেন ওরফে আসিফ (৩৩) সাতক্ষীরা জেলার কলিগঞ্জ থানার দুর্দলী গ্রামের মীর আলমগীর হোসেনের ছেলে।
র্যাব-১২’র উপ-অধিনায়ক নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, বেনাপোল থেকে ট্রাকের বডির নিচে বিশেষ কায়দায় ফেনসিডিল ও পাবনার দাসুরিয়া থেকে ট্রাকের উপরে লিচু বোঝাই করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
সলঙ্গা তানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

0 comments:

Post a Comment