‘বেসরকারি চিকিৎসা সেবা আইন-২০১৬’ প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার। নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত, স্বাস্থ্যসেবা দাতা ও গ্রহীতার সুরক্ষা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যথাযথ পরিচালনা ও নিয়ন্ত্রণে এ আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার সচিবালয়ে মন্ত্রীর সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় জানানো হয়, সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময়ের পর আগামী ৩১ মে এর মধ্যে আইনটির খসড়া চূড়ান্ত করে দ্রুত তা মন্ত্রিপরিষদ সভায় উত্থাপন করা হবে।
চিকিৎসা সংশ্লিষ্ট কাজে অনিয়ম ও অবহেলা দূর করাসহ যে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এই আইনটি ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা এনডিসি, বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজসহ অন্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
0 comments:
Post a Comment