Saturday, May 21, 2016

সিরাজগঞ্জে সংঘর্ষ: আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বেলুটিয়ার চরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুগ্রুপের সংঘর্ষে বিএনপি নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
গুরুতর আহত কালিয়াহরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলী ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাকিম (৩৬), আইয়ুব শেখ (৩০) ও সাইদুল ইসলাম (২২) কে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১১টায় বেলুটিয়ার চরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বেলুটিয়ার চরের আব্দুল জলিলের ছেলে শাহেব আলী ও ময়দান মোল্লার ছেলে বাবু শেখের মধ্যে দীর্ঘ দিন হলো জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।
বিরোধের জের ধরে সকালে দু পক্ষের মধ্যে কথাকতাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে । এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করেছেন।

0 comments:

Post a Comment