Tuesday, May 31, 2016

কমিউনিটি ক্লিনিকগুলো জাতীয়করণ করা হবে

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া যদি ভবিষ্যতে ক্ষমতায় আসেন তবে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেবেন, কর্মরত সকলকে চাকুরীচ্যুত করবেন। তাই শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে যাদের চাকুরী দিয়েছেন তাদের চাকুরী স্থায়িত্বকরণে অবশ্যই কমিউনিটি ক্লিনিকগুলো জাতীয়করণ করা হবে।
আজ শনিবার বিকেলে শহরের শহীদ এম. মনুসর আলী অডিটোরিয়োমে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক পুরস্কার বিতরন অনুষ্ঠানে তিনি আরো বলেন, সরকার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌছে দেবার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। আর এ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব ক্লিনিকে কর্মরত সকলের। আপনার যদি কর্মক্ষেত্রে ফাঁকি দেন তবে সরকারকে নয়, আপনার মা-বাবা ও আত্মীয় স্বজনকে ফাঁকি দেয়া হবে।
আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যাকারীদের শকুন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাকারীরা আর কোনদিন ক্ষমতায় আসতে পারবে না। উন্নয়ন এবং ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালে নির্বাচনে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে জেলা আইনশৃংখলা কমিটির সভায় মোহাম্মদ নাসিম বলেন, মালয়েশিয়া নিয়ে যাবার কথা বলে যারা সাধারন মানুষের জীবন ঝুঁকির মধ্য ফেলেছে তাদের ছাড় দেয়া হবে না। আইনের চোখ এড়িয়ে যারা এই অমানুষিক কাজ করেছে সেই নরপশুদের আটক করে আইনের আওতায় আনা হবে।
সিভিল সার্জন ডা. মো: শামসুদ্দীন সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, আব্দুল মজিদ মন্ডল এমপি, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, স্বাস্থ্য বিভাগের পরিচালক অধ্যাপক ডা. সামিউল ইসলাম সাদী, রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. হেদায়েতুল ইসলাম, ভারপ্রাপ্তপ্ত জেলা প্রশাসক তন্ময় দাস ও সিএইচসিপি ইমাম হাসান বক্তব্য দেন।

0 comments:

Post a Comment