Sunday, May 22, 2016

স্বাস্থ্যমন্ত্রীর পায়ে লুটিয়ে পড়লেন ভক্ত

নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে দেখতে রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মন্ত্রীকে দেখেই তার পায়ে লুটিয়ে প্রণাম করেন ভক্ত।
এ সময় কিছুটা বিব্রত হতে দেখা যায় স্বাস্থ্যমন্ত্রীকে।
মোহাম্মদ নাসিম শ্যামল কান্তি ভক্তকে তুলে পাশে বসান। এ সময় মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে ওঠেন এই শিক্ষক, যাকে ইসলাম নিয়ে অবমাননার অভিযোগে কানে ধরে ওঠবস করিয়েছিলেন সংসদ সদস্য সেলিম ওসমান।
মন্ত্রী এ সময় বলেন, ‘শিক্ষক লাঞ্ছনার ঘটনায় যে ধরনের প্রতিবাদ হয়েছে, তাদের (যারা ঘটিয়েছে) প্রতিবাদের ভাষা বোঝা উচিত। আমি মনে করি তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে। ওই সংসদ সদস্যের যদি লজ্জা থাকে, তাহলে তিনি অধিবেশনে যোগ দেবেন না।’

0 comments:

Post a Comment