Monday, May 30, 2016

সিরাজগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন দালালের জেল

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিন দালালকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

সোমবার বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, শহরের কোবদাসপাড়া মহল্লার রমজান আলীর ছেলে সিরাজ সেখ (৪৫), হোসেনপুর মহল্লার বাহাদুর সেখের ছেলে মামুন সেখ (৩৫) ও কোবাদ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২)। অভিযানকালে র‌্যাব-১২ সদস্যসহ বেসরকারী সংস্থা ডিডিপি’র নির্বাহী পরিচালক কাজী সোহেল উপস্থিত ছিলেন।

র‌্যাব-১২ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) ইউনুছ আলী জানান, একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। দালাল চক্র রোগীদের নানা প্রলোভনে ফেলে বেসরকারী ক্লিনিকে নিয়ে যায় এবং তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছিল।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে হাতে নাতে আটকের পর ১ মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।

0 comments:

Post a Comment