Tuesday, May 31, 2016

সিরাজগঞ্জে স্টুডিও ব্যবসায়ীকে কুপিয়ে জখম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে সুশান্ত সরকার (৩২) নাম এক স্টুডিও ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৩১ মে) রাত ১২টার দিকে এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের গোপীনাথপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সুশান্ত সরকার ওই গ্রামের কার্ত্তিক চন্দ্র সরকারের ছেলে ও গোপীনাথপুর বাজারের স্টুডিও ব্যবসায়ী।
আহত সুশান্তর ভাই সুর্য্যলাল সরকার বাংলানিউজকে জানান, রাতে স্টুডিও বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন তার ভাই সুশান্ত। পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেসরকারি একটি ক্লিনিকে ভর্তি করেন।
এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

0 comments:

Post a Comment