Thursday, May 19, 2016

সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স প্রতিরোধে সভা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মে) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলার সিভিল সার্জন ডা. শহীদ মোহাম্মদ সাদিকুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো.  বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, আইইডিসিআর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আক্তারুজ্জামান ভূঁইয়া প্রমুখ।

এ সময় অ্যানথ্রাক্স আক্রান্ত উপজেলাগুলোর নির্বাহী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জেলায় সম্পতি অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব এবং প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সভায় মূল প্রবন্ধ উপস্থান করেন রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. রিয়াদ হোসেন।

বক্তারা অ্যানথ্রাক্স রোগের জীবাণুর বিস্তার ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন।

গত এক মাসে জেলার ৩টি উপজেলায় অ্যানথ্রাক্স রোগে নারী ও শিশুসহ অন্তত ৯০ জন আক্রান্ত হয়। পরে উপজেলা, জেলা ও ঢাকা থেকে আগত মেডিকেল টিমের সদস্যরা এসে তাদের চিকিৎসা সেবা শুরু করেন।

0 comments:

Post a Comment