সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের প্রাণখ্যাত ঐতিয্যবাহী ইলিয়ট ব্রিজের (বড়পুল) মূল নকশা পরিবর্তন করে এর পাশে বহুতল ভবন নির্মাণ ও অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সিরাজগঞ্জ সচেতন নাগরিক ফোরাম।
মঙ্গলবার সকাল ১০টায় ইলিয়ট ব্রিজের পশ্চিমপাড়ের পাদদেশে সংস্কৃতিক সংগঠক আসাদ উদ্দিন পবলুর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, সিরাজগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিরর শাহাদত হোসেন, জেলা জাসদ নেতা আবু বক্কর ভূঁইয়া, জেলা বাসদ সমন্বয়ক ও নাগরিক কমিটির নেতা কমরেড নব কুমার কর্মকার, সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ব্যক্তিস্বার্থের জন্য কেউ রাষ্ট্রের সম্পদ ব্যবহার করতে পারে না। কিন্তু একজন প্রভাবশালী এই ব্রিজের নকশাভেদ করে নিজের বাড়ি নির্মাণ করলেও সিরাজগঞ্জ পৌর কর্তৃপক্ষ উদাসীন। তাই আগামী সাত দিনের মধ্যে পৌর মেয়র সিরাজগঞ্জের প্রাণখ্যাত ইলিয়ট ব্রিজ রক্ষায় পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। একইসঙ্গে কালের সাক্ষী ইলিয়ট ব্রিজের সৌন্দর্য ধ্বংসে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
উল্লেখ্য, সিরাজগঞ্জ শহরের মধ্যবর্তী স্থানে ১৮৯২ সালে নির্মিত ভূমি সমতল থেকে অন্তত ২৫ ফুট উঁচু বড়পুলের অবস্থান। এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত সিরাজগঞ্জের মানুষের নিকট ব্রিজটি বড়পুল নামে পরিচিত।
0 comments:
Post a Comment