সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Tuesday, May 31, 2016

শুভ জন্মদিন কবির বিন আনোয়ার

কবির বিন আনোয়ার ১৯৬৪ সালের ২২ মে (রবিবার), বাংলা ১৩৬২ সালে সিরাজগঞ্জ সদর উপজেলায় নানার বাড়িতে দুপুর ৩ টার দিকে জন্ম গ্রহণ করেন। বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচলক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশন (এটুআই) এর প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত আছেন। তাঁর পিতা আনোয়ার হোসেন রতু সিরাজগঞ্জ মহকুমা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে একাধারে ২২ বছর দায়িত্ব পালন করেন। মা সৈয়দা ইসাবেলা একাধারে কথাসাহিত্যিক, মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষক।
পিতামহ- আব্দুস সামাদ মিয়া, ত্রিশের দশকে কলকাতা থেকে গ্র্যাজুয়েশন করে পাবনা ও সিরাজগঞ্জে আইন পেশায় নিয়োজিত হন। মাতামহ- সৈয়দ ইসহাক নিরাজী ছিলেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী’র সহোদর ভাই, শিক্ষক ও সঙ্গীতজ্ঞ। পিতা- আনোয়ার হোসেন রতু সিরাজগঞ্জ জেলার প্রবীণতম রাজনীতিক, খেলোয়াড় ও সংস্কৃতিসেবী। একাত্তরে সিরাজগঞ্জ মহকুমার সর্বদলীয় সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে কাজ করেন। তাছাড়া তিনি সিরাজগঞ্জ মহকুমা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে একাধারে ২২ বছর দায়িত্ব পালন করেন। মাতা- সৈয়দা ইসাবেলা একাধারে কথাসাহিত্যিক, মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষক। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা পনের।
শিক্ষা
১৯৭২ সালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ভর্তি, হোস্টেলে থেকে এসএসসি ও এইচএসসি পাশ। ১৯৮০ সালে শিক্ষকগণ কর্তৃক নির্বাচিত হয়ে কলেজ প্রিফেক্ট হিসেবে দায়িত্ব পালন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি। ১৯৮২ থেকে সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ। ১৯৮৫-১৯৮৮ পর্যন্ত ছাত্রলীগ ফজলুল হক হল শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন।
কর্মজীবন
১৯৮৮ তে সিভিল সার্ভিসে (প্রশাসন) (৭ম ব্যাচ) যোগদান। একযুগ মাঠ পর্যায়ে, অর্ধযুগ পররাষ্ট্র মন্ত্রণালয়, তন্মধ্যে ৩ বছর নেদারল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব হিসেবে অতঃপর রাঙামাটি বরকল উপজেলা নির্বাহী অফিসার। পরবর্তী সময়ে অর্থ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন শেষে বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচলক (প্রশাসন) হিসেবে কর্মরত।
এছাড়াও আঞ্জুমান মুফিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখা, সাঁকো প্রতিবন্ধী স্কুল সিরাজগঞ্জ এবং জুয়েল অক্সফোর্ড স্কুল সিরাজগঞ্জ এর সভাপতি হিসেবে দায়িত্বপালনরত।
সিরাজগঞ্জ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আগামীর পথচলা আরো সুন্দর হোক।

কমিউনিটি ক্লিনিকগুলো জাতীয়করণ করা হবে

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া যদি ভবিষ্যতে ক্ষমতায় আসেন তবে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেবেন, কর্মরত সকলকে চাকুরীচ্যুত করবেন। তাই শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে যাদের চাকুরী দিয়েছেন তাদের চাকুরী স্থায়িত্বকরণে অবশ্যই কমিউনিটি ক্লিনিকগুলো জাতীয়করণ করা হবে।
আজ শনিবার বিকেলে শহরের শহীদ এম. মনুসর আলী অডিটোরিয়োমে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক পুরস্কার বিতরন অনুষ্ঠানে তিনি আরো বলেন, সরকার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌছে দেবার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। আর এ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব ক্লিনিকে কর্মরত সকলের। আপনার যদি কর্মক্ষেত্রে ফাঁকি দেন তবে সরকারকে নয়, আপনার মা-বাবা ও আত্মীয় স্বজনকে ফাঁকি দেয়া হবে।
আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যাকারীদের শকুন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাকারীরা আর কোনদিন ক্ষমতায় আসতে পারবে না। উন্নয়ন এবং ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালে নির্বাচনে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে জেলা আইনশৃংখলা কমিটির সভায় মোহাম্মদ নাসিম বলেন, মালয়েশিয়া নিয়ে যাবার কথা বলে যারা সাধারন মানুষের জীবন ঝুঁকির মধ্য ফেলেছে তাদের ছাড় দেয়া হবে না। আইনের চোখ এড়িয়ে যারা এই অমানুষিক কাজ করেছে সেই নরপশুদের আটক করে আইনের আওতায় আনা হবে।
সিভিল সার্জন ডা. মো: শামসুদ্দীন সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, আব্দুল মজিদ মন্ডল এমপি, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, স্বাস্থ্য বিভাগের পরিচালক অধ্যাপক ডা. সামিউল ইসলাম সাদী, রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. হেদায়েতুল ইসলাম, ভারপ্রাপ্তপ্ত জেলা প্রশাসক তন্ময় দাস ও সিএইচসিপি ইমাম হাসান বক্তব্য দেন।

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে বিদ্যুৎপৃষ্টে স্কুলছাত্র সৌম্যর মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিচার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের প্রেসক্লাব মোড়ে মানববন্ধন ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে নির্মিত শহরের ভবনগুলো যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। কর্তৃপক্ষের তদারকির অভাবে ১১ হাজার বোল্ট বিদ্যুতের তারের সঙ্গে লাগিয়ে বিভিন্ন ভবনের জানালা এবং ব্যলকনি নির্মান করা হচ্ছে। যার কারনে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এভাবেই প্রাইভেট পড়তে গিয়ে তিন তলায় জানালার পাশের বিদ্যুতের তারে পৃষ্ঠ হয়ে মারা যায় স্কুলছাত্র সৌম্য। এমন মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায়না। মানববন্ধন থেকে অবৈধ বিল্ডিং নির্মান বন্ধ এবং সৌম্যর মৃত্যুর জন্য দায়ী ভবন মালিকের শাস্তি দাবী করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু, এনজিও প্রতিনিধি মাসউদ রোকনী ও মৃত স্কুল ছাত্রের বাবা জাহিদ হাসান প্রমূখ। এতে শহরের বিভিন্ন স্কুল কলেজের প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। মানব বন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও পৌর মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সিরাজগঞ্জে স্টুডিও ব্যবসায়ীকে কুপিয়ে জখম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে সুশান্ত সরকার (৩২) নাম এক স্টুডিও ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৩১ মে) রাত ১২টার দিকে এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের গোপীনাথপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সুশান্ত সরকার ওই গ্রামের কার্ত্তিক চন্দ্র সরকারের ছেলে ও গোপীনাথপুর বাজারের স্টুডিও ব্যবসায়ী।
আহত সুশান্তর ভাই সুর্য্যলাল সরকার বাংলানিউজকে জানান, রাতে স্টুডিও বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন তার ভাই সুশান্ত। পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেসরকারি একটি ক্লিনিকে ভর্তি করেন।
এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

সিরাজগঞ্জ: সরকারি কাজে বাধা ও নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩১ মে) ভোরে উপজেলার ফুলবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এই জামায়াত নেতার বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ী মহল্লায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে জানান, সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা সাত মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সিরাজগঞ্জে ১০ বছরের শিশু ধর্ষণ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট |

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে থানার গোসাইবাড়ী গ্রামে ১০ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণ করেছে একই গ্রামের আলাউদ্দিন (২২) নামে এক যুবক।
সোমবার (৩০ মে) সন্ধ্যার দিকে ওই গ্রামের তিলক্ষেত্রে শিশুটিকে নিয়ে এ পাশবিকতা চালায় আলাউদ্দিন। অভিযুক্ত যুবক ওই গ্রামের আনসার আলীর ছেলে।
শিশুটির বাবা বাংলানিউজকে জানান, বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে তিলক্ষেতের পাশে ঘাস কাটতে ‍যান তিনি। সন্ধ্যার আগে আলাউদ্দিন তার মেয়েকে একা পেয়ে তিলক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এরপর তাকে ফেলে রেখে যায়।
এ সময় পাশের বাড়ির আব্দুস সামাদের মেয়ে সুমাইয়া সুমি শিশুটিকে দেখতে পেয়ে তার মাকে জানায়। পরে রক্তাক্ত অবস্থায় তিলক্ষেত থেকে তাকে উদ্ধার করে স্বজনদের খবর দেয়। অতিরিক্ত রক্তক্ষরণ দেখে তাকে রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডা. বনানী রায় বাংলানিউজকে জানান, শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে। এখন রক্তক্ষরণ কিছুটা কমলেও প্রচণ্ড ব্যথা রয়ে গেছে। তবে সে ঝুঁকিমুক্ত রয়েছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন রাত ১২টার দিকে বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ধর্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Monday, May 30, 2016

সিরাজগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন দালালের জেল

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিন দালালকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

সোমবার বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, শহরের কোবদাসপাড়া মহল্লার রমজান আলীর ছেলে সিরাজ সেখ (৪৫), হোসেনপুর মহল্লার বাহাদুর সেখের ছেলে মামুন সেখ (৩৫) ও কোবাদ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২)। অভিযানকালে র‌্যাব-১২ সদস্যসহ বেসরকারী সংস্থা ডিডিপি’র নির্বাহী পরিচালক কাজী সোহেল উপস্থিত ছিলেন।

র‌্যাব-১২ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) ইউনুছ আলী জানান, একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। দালাল চক্র রোগীদের নানা প্রলোভনে ফেলে বেসরকারী ক্লিনিকে নিয়ে যায় এবং তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছিল।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে হাতে নাতে আটকের পর ১ মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না

পল্লী বিদ্যুৎ
সিরাজগঞ্জে ঘুষ ছাড়া মেলে না পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) নতুন সংযোগ। আবেদনের পর পবিসের অসাধু কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় দালালচক্রকে ঘুষ না দিলে ওই ফাইল নড়ে না বলেও অভিযোগ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দালালদের দৌরাত্ম্য ও পিডিবির অবৈধ অনুপ্রবেশে জেলার পবিস অঞ্চল সংকুচিত হবে। ফলে কমবে সরকারি রাজস্ব আহরণ।
অভিযোগ রয়েছে, সিরাজগঞ্জ পবিস-১ এর প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জুলফিকার রহমানের নেতৃত্বে অসাধু কর্মকর্তা-কর্মচারী ও দালালচক্র প্রকাশ্যে গ্রাহকদের ফাইলপত্র ও সংযোগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছেন। একই অবস্থা তাড়াশ, রায়গঞ্জ ও শাহজাদপুর জোনাল অফিসেও।
জানা গেছে, পবিস-১ এর সাবেক মহা-ব্যবস্থাপক তুষার কান্তি দেবনাথের স্থালাভিষিক্ত হন হাসান আহমেদ মজুমদার। উল্লাপাড়া প্রধান কার্যালয়সহ অন্যান্য জোনাল অফিসের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। দালালচক্রের দৌরাত্ম্যে গ্রাহকদের সংযোগ আবেদনের সংখ্যা শুধু বাড়ছে।
জানা যায়, বিভিন্ন জটিলতার কারণে সংযোগ পাচ্ছেন না গ্রহকরা। এমকি কেউ কেউ হয়রানির ভয়ে সংযোগ নিতেও আগ্রহ হারাচ্ছেন। যারা ঘুষ দিচ্ছেন তারাই শুধু পাচ্ছেন কাঙ্ক্ষিত সংযোগ। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন উল্লাপাড়া প্রধান কার্যালয়, শাহজাদপুর, তাড়াশ ও রায়গঞ্জ জোনাল অফিসেও একই অবস্থা লক্ষ্য করা গেছে।
এছাড়া পোল সম্প্রসারণসহ বিদ্যুৎ সংযোগ কাজে মালামাল পরিবহনের জন্য ঠিকাদাররা গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করছেন বলেও অভিযোগ রয়েছে। টাকা না দিলে সংযোগ নির্মাণ কাজ হয়ে থাকছে বন্ধ। জানা গেছে, প্রতিটি আবাসিক, বাণিজ্যিক ও সেচ সংযোগের জন্য ২৫ থেকে ৩০ হাজার, শিল্প সংযোগের ক্ষেত্রে ২/৩ লাখ এবং গ্রাম বিদ্যুতায়নে ৩/৪ লাখ টাকা ঘুষ নেওয়া হচ্ছে।
টাকা না দিলে আবেদনগুলো নানা অজুহাতে ফাইল আটকে রাখা হচ্ছে।
অন্যদিকে, বিভিন্ন গ্রামে সংযোগ নির্মাণ সম্পন্ন হলেও অজ্ঞাত কারণে বিদ্যুৎ সংযোগ চালু হচ্ছে না। ট্রান্সফরমার পরিবর্তনের নামে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে। আবার কাগজে কলমে কম লোড দেখিয়ে ট্রান্সফরমার পরিবর্তন না করেই সংযোগ দেওয়ার অভিযোগ উঠছে।
গত দু’বছর ধরে পবিসের আওতাধীন চারটি উপজেলার প্রায় ৭৫টি গ্রামে বিদ্যুৎ সংযোগ নির্মাণ শেষ হলেও কারিগরি বিভাগের অনুমতি না পাওয়ায় সংযোগ দেওয়া হচ্ছে না বলে জানা যায়।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-২ এর প্রধান কার্যালয় সদর উপজেলার শিয়ালকোলসহ জোনাল অফিস বেলকুচি ও কাজিপুরে গ্রাহক হয়রানির মাত্রা কিছুটা কম হলেও দালালদের দৌরাত্ম্য রয়েই গেছে। দালালদের হয়রানির কারণে সদর উপজেলায় শত শত গ্রাহক এখন পিডিবির লাইনের দিকে ঝুঁকছেন।
হয়রানির কারণে সদর উপজেলার এসব ইউনিয়নে ১০ হাজার গ্রাহক পবিস ছেড়ে পিডিবির সংযোগ নিয়েছেন। এ অবস্থা চলতে থাকলে সিরাজগঞ্জে পবিসের আওতা কমে আসার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে পল্লী বিদ্যুৎ বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পদক্ষেপ কামনা করেছেন গ্রাহকরা।
তাড়াশ সদরের রুহুল আমিনের অভিযোগ, ২০১৩ সালে আবেদন করলেও টাকা দিতে না পারায় এখনও তিনি সংযোগ পাননি। অথচ একই এলাকায় তপন গোস্বামী নামে এক ব্যক্তি ঘুষ দিয়ে সংযোগ পেয়েছেন।
উল্লাপাড়ার চক-পাঙ্গাসী গ্রামের আমিরুল, জহুরুল ও সাইফুল জানান, মিটারের টাকা দেওয়া হলেও বিদ্যুতের সংযোগ নির্মাণ শেষে তাদের সংযোগ দেওয়া হচ্ছে না। ফলে ওই এলাকার ২৭৪ জন গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
সলংগা থানার ধোপাকান্দি গ্রামের রফিকুল ইসলাম, চড়িয়া শিকার গ্রামের হাসান আলী বলেন, অনেক দেন-দরবার করে সংযোগ না পেয়েও অবশেষে তারা সংযোগপ্রতি ৪০ হাজার টাকা করে ঘুষ দালালদের দিয়েছেন।
তাড়াশ থানার বারুহাঁস ইউপির চেয়ারম্যান মোক্তার হোসেন অভিযোগ করেন, উল্লাপাড়া পবিস প্রধান কার্যালয়ের কারিগরী বিভাগের উপ-মহাব্যবস্থাপক জুলফিকার রহমানের সঙ্গে আঁতাত করে লাখ টাকা ঘুষ নিয়ে নতুন সংযোগ দেওয়া হচ্ছে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-১ (উল্লাপাড়া) এর বোর্ড সভাপতি মোস্তফা কামাল সোহেল বাংলা ট্রিবিউনকে বলেন, তারা বেশ কয়েকটি গ্রাহক হয়রানির অভিযোগ পেয়েছেন। বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
পবিস উল্লাপাড়ার মহা-ব্যবস্থাপক হাসান আহমেদ মজুমদার বলেন, তিনি যোগদানের পর গত ১০ মাসে ৪৮ হাজার নতুন সংযোগ দিয়েছেন। আরও ৭ হাজার নতুন আবেদন জমা পড়েছে। ১০ মাসে শতাধিক অভিযোগ পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ না পেলে কিছুই করা যায় না।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-২ এর মহা-ব্যবস্থাপক মো. আজাহার আলী বলেন, তার নিয়ন্ত্রণাধীন সদর উপজেলার শিয়ালকোল প্রধান কার্যালয়সহ বেলকুচি ও কাজিপুর জোনাল অফিসের ৮০ ভাগ সমস্যার সমাধান করা হয়েছে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-১ (উল্লাপাড়া) প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জুলফিকার রহমান তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ অস্বীকার করে বলেন, তার টেবিলে ২৪ ঘণ্টার বেশি ফাইল পড়ে থাকে না।

Sunday, May 29, 2016

সিরাজগঞ্জে ৩ ভবন মালিককে ৭২ ঘন্টার সময় দিয়ে তলব

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে প্রাণখ্যাত ইলিয়ট ব্রিজের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ,ঝুঁকিপূর্ণ ও নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসের ঘটনায় জরিনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা আহত হওয়ার ঘটনায় ব্যবস্থা গ্রহণ এবং পৌরসভার জায়গা দখল করে সরকারি ১১হাজার কেভি বৈদ্যুতিক লাইনের সাথে ভবন নির্মাণ এবং ওই তারে ৫ম শ্রেনীর শিক্ষার্থী নিহতের ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দিয়েছেন সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। বৃহস্পতিবার বিকালে ৩টি স্থান পরিদর্শনের সময় সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র -১ হেলাল উদ্দিন,জেলা আ.লীগনেতা আব্দুল বারী,৩নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় অবৈধ ভাবে নির্মাণ করা ভবন মালিকদের তিরস্কারসহ আগামি রোববারের মধ্যে ভবন নির্মানের প্রয়োজনীয় নথি পত্র নিয়ে পৌরসভায় উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
জানাগেছে,১৮৯২ সালে সিরাজগঞ্জ শহরের মধ্যেবর্তি স্থানে স্যার চার্লস ইলিয়টের নামানুসারে নির্মিত ইলিয়ট ব্রিজ (বড়পুল) এর জায়গা দখল করে জনৈক হাজী আব্দুর রাজ্জাক নামে এক তাঁত ব্যবসায়ী বহুতল ভবন নির্মান ও ব্রিজের সৌন্দর্য্য হানি করেন। এ ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ সচেতন নাগরিক ফোরাম এক মানববন্ধন ও সমাবেশ করে ৭দিনের আল্টিমেটাম দেন। মানববন্ধনের ৭২ ঘন্টার মধ্যে মেয়র ওই ব্যাক্তিকে শাসিয়ে কাজ বন্ধ করে দিয়ে অফিসে তলব করেন।
অপরদিকে গত ২১ মে শহরের প্রেসক্লাব মোড় বাহিরগোলা সড়কের বাসিন্দা মুদি দোকানী শাহজামাল এর নির্মানাধীর ৬তলা ভবনের ৪তলাতে প্রাইভেট পরতে এসে সানজিদ (১২) নামে ৫ম শ্রেনীর এক শিক্ষার্থী ১১হাজার কেভি ভোল্টের তার জড়িয়ে মারা যায়। অবৈধ ভাবে পৌরসভার জায়গা দখল করে ভবন বৃদ্ধি এবং অরক্ষিত ভাবে কাজ করার কারণে ওই শিমু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকেও তিরস্কার করেন এবং আগামি রোববারের মধ্যে নকশা ও প্রয়োজনীয় নথি নিয়ে পৌরসভায় হাজির হতে বলেন। একই সাথে গত বুধবার বিকালে শহরের এসএস রোডে ঝড়ো বাতাসে সিমেন্ট ও রড ব্যবসায়ী আবু সাইদের মালিকানাধীন তৈরি ভবনের ৫ তলায় ঝুঁকিপূর্ণভাবে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে পাশের বাড়ির জরিনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা আহত হয়েছেন। তিনি বর্তমানে শহরের আভিসিনা বেসরকারী হাসপাতালে ভর্তি আছেন। ওই ঘটনায় ধসে যাওয়া বাড়ির মালিক আবু সাইদকে স্থানীয়রা পুলিশে সোপর্দ করলেও তাৎক্ষনিক ক্ষতিপূরণ ও বৃদ্ধার চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাস দিলে পুলিশ তাকে ছেড়ে দেয়।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পৌর মেয়র আকস্মিক ভাবে ওই বাড়িও পরিদর্শন করেন এবং অপরিকল্পিত ভাবে ৪তলার অনুমোদন নিয়ে ৫তলা ভবন তৈরীর কারণে এঘটনা ঘটেছে বলে অভিযোগ করে তাকেও একই নির্দেশনা দেন।
গত এক সপ্তাহের ৩ঘটনা সম্পর্কে পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা উপস্থিত সাংবাদিকদের জানান,অপরিকল্পিত এবং পৌরসভার জায়গা দখল করে যে ব্যাক্তিই ভবন নির্মাণ করুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এখানে ছাড়ের কোন সুযোগ নেই।

Saturday, May 28, 2016

বাংলাদেশ তথা সিরাজগঞ্জ জেলার গৌরব উল্লাপাড়ার সন্তান (আমার বড় ভাই) বিশ্বসেরা তরুন বিজ্ঞানী ড. মনিরুজ্জামান

এ বছর ‘ইয়ং রিসার্চার অব দ্য ইয়ার’, অর্থাৎ বর্ষসেরা তরুণ বিজ্ঞানীর পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. মনির মনিরুজ্জামান। তিনি কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট।
নাগরিক জীবনে হাঁটার সুযোগ ক্রমশই কমছে। অথচ সুস্থ থাকতে হলে সবার, বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের হাঁটাহাঁটির সুযোগ দরকার। আর এ বিষয় নিয়ে গবেষণা করেই ওই তরুণ এ পুরস্কারে ভূষিত হচ্ছেন। প্রতি বছরই যাতায়াত ব্যবস্থা বিষয়ক গবেষণাকর্মে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইয়ং রিসার্চার অব দ্য ইয়ার’ তরুণ বিজ্ঞানীর পুরস্কার দিয়ে থাকে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ফোরাম (আইটিএফ)। গত ১৯ মে জার্মানির লিপজিগ শহরে ড. মনির মনিরুজ্জামানের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। বিশেষ প্রশংসাপত্রের সঙ্গে পাঁচ হাজার ইউরোর (প্রায় সাড়ে চার লাখ টাকা) অর্থ পুরস্কারও দেয়া হয়
কানাডার আইল্যান্ড অব মন্ট্রিলে প্রবীণদের হাঁটার অভ্যাসের হার পর্যবেক্ষণ করেই মূলত গবেষণাটি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ বিজ্ঞানী ড. মনির মনিরুজ্জামান। গবেষণা শেষে বয়স্কদের হাঁটার সুযোগ বাড়ানোর জন্য শহরাঞ্চলে সুপরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য কিছু পরামর্শও দিয়েছেন তিনি।
২০১৬ সালের ‘ইয়ং রিসার্চার অব দ্য ইয়ার’ হিসেবে ড. মনির মনিরুজ্জামানের নাম ঘোষণার পর আইটিএফ’র সেক্রেটারি জেনারেল হোসে ভিগাস বলেন, ‘(ড. মনিরুজ্জামানের) এই অভিনব কাজটির মাধ্যমে বৈজ্ঞানিকভাবে দেখানো হয়েছে যে কিছু রাস্তার পরিবেশ বয়স্ক মানুষদের জন্য বেশি আকর্ষণীয়। এমন রাস্তাঘাট থাকলে বয়োবৃদ্ধরা সমাজের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত থাকতে পারেন।’